ছাত্রলীগকে মন পরিষ্কার করতে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ‘ক্লিন ক্যাম্পাস-সেফ ক্যাম্পাস’  কর্মসূচি রূপক অর্থে বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করার জন্য হলেও এর মূল উদ্দেশ্য মনটাকে পরিশুদ্ধ করা। ছাত্রলীগকে ক্যাম্পাস পরিষ্কার করার পাশাপাশি মন পরিষ্কার করতে হবে। গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পার্শ্বে “ক্লিন ক্যাম্পাস- সেফ ক্যাম্পাস” কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ক্যাম্পাস ক্লিন রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো দুর্নীতিমুক্ত ও জঙ্গিমুক্ত করে গড়ে তোলার কাজ করতে হবে। শেখ হাসিনার স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার স্বপ্ন পূরণে ছাত্রলীগকে কাজ করতে হবে। এ সময় তিনি ক্যাম্পাস পরিষ্কারের পাশাপাশি ছাত্রলীগকে আদর্শভাবে গড়ে ওঠার পরামর্শ দেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. শাদাত উল্লা বলেন, শুধু ক্যামপাস পরিষ্কার করলেই চলবে না, বাহ্যিক পরিষ্কারের সঙ্গে অন্তরের কালিমাও দূর করতে হবে।
মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, ছাত্রলীগের ভাল কাজ মিডিয়া প্রকাশ করে না। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশংসা করে বলেন, ছাত্রলীগের সহযোগিতায় এখন পর্যন্ত ক্যাম্পাসে কোন দুর্র্নীতি হয়নি। ক্যামপাসের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে এবং এবারের প্রায় ২২ হাজার শিক্ষার্থীর যে ভর্তি পরীক্ষা হলো তাতে ছাত্রলীগ সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তার বাধ্য সন্তানের মতো কথা শুনছে। উদ্বোধনের পর ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির উপ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল, সেক্রেটারি দেবাশিস্‌ দাশসহ শিক্ষক-কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.