জলবায়ু চুক্তিতে ঐকমত্য

জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো জলবায়ু চুক্তিতে সম্মত হয়েছে। পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে দেশগুলোর প্রতিনিধিরা সমঝোতায় উপনীত হয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি। সম্মেলনের প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রতিনিধিরা জাতীয় প্রতিশ্রুতি নির্ধারণে একটি অবকাঠামোর অনুমোদন দিয়েছেন। এদিকে পরিবেশ বিষয়ক নানা গ্রুপ এ চুক্তিকে দুর্বল বলে অভিহিত করেছেন। তারা বলছেন, এটা জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম-কানুনকে দুর্বল করেছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ধনী ও দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে ভিন্নমত থাকায় সমঝোতায় আসাটা কঠিন প্রতীয়মান হয়।

No comments

Powered by Blogger.