ওটিসিতে ৩ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ৬৬ কোম্পানির মধ্যে শেয়ার লেনদেন হয় হাতে গোনা কয়েকটির। তবে আগের মাস থেকে নভেম্বরে ওটিসিতে ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। ডিএসইর নভেম্বরের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হিসাব অনুযায়ী, নভেম্বরে ওটিসিতে লেনদেন হয়েছে ৪টি কোম্পানির। এগুলো হলো- তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, আরবি টেক্সটাইলস, মুন্নু ফেব্রিক্স এবং অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেড। নভেম্বরে ওটিসিতে মোট ৩ কোটি ৩৯ লাখ ৫,১৪৫ টাকায় ৩২ লাখ ৩,৬৩০টি শেয়ার লেনদেন হয়েছে। অক্টোবর মাস থেকে ৩ কোটি ৩৬ লাখ ৩৪,৮৯৫ টাকা এবং ৩১ লাখ ৮০,৬৩০টি শেয়ার বেশি লেনদেন হয়েছে। অক্টোবর মাসে মোট ২ লাখ ৭০,২৫০ টাকার ২৩০০০ শেয়ার লেনদেন হয়েছে। নভেম্বরে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের ২ কোটি ১০ লাখ টাকায় ১৪ লাখ শেয়ার, আরবি টেক্সটাইলের ১ কোটি ৯ লাখ ৪৭,২২৫ টাকায় ১৪ লাখ ৫৯,৬৩০টি শেয়ার, মুন্নু ফেব্রিক্সের ১ লাখ ৪৯,০০০ টাকায় ২৯,০০০ শেয়ার এবং অ্যাপেক্স ওয়েভিংয়ের ১৮ লাখ ৮,৯২০ টাকায় ৩ লাখ ১৫,০০০ শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই’র ওটিসিতে ৬৮টি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও মূলত ১৮ থেকে ২০টির লেনদেন হয়। তবে তা অনিয়মিত। বাকি ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয় না বললেই চলে। এছাড়া ওটিসি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২২টি কোম্পানির কোন লেনদেন হয়নি।

No comments

Powered by Blogger.