২৬ স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিকে হাইকোর্টে তলব

এসএসসি পরীক্ষায় ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে ব্যাখ্যা দিতে ২৬টি স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে তলব করেছে হাইকোর্ট। তাদের আগামী ৬ই জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। এর আগে গত ১০ই নভেম্বর হাইকোর্ট এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিল আদালত। দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট ওই রুল জারি করে। পাশাপাশি বাড়তি ফি আদায় বন্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ পাওয়ার পরদিনই ১১ই নভেম্বর ঢাকা শিক্ষাবোর্ড বিষয়টি তদন্তে ২০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি অতিরিক্ত ফি আদায়কারী স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করে। এরপর এ কমিটি বিভিন্ন স্কুলে তদন্ত শেষে ২৬টি স্কুলে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে তথ্য-প্রমাণ পায়। গতকাল শিক্ষা বোর্ডের প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। শিক্ষা বোর্ডের প্রতিবেদনের পাশাপাশি সংশ্লিষ্ট জাতীয় দৈনিক পত্রিকার পক্ষ থেকেও নিশ্চিতকরণ বিষয়ক প্রতিবেদন দাখিল করা হয়। পত্রিকাটির পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। যে সব স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে তলব করা হয়েছে সেগুলো হলো-  ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়, আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঙলা স্কুল অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও জান্নাত একাডেমি, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দ্যা চাইল্ড ল্যাব. স্কুল, উত্তরার মাইলস্টোন কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আজমপুরের হাজী মিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, লালবাগের রায়হান কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, আহমেদ বাওয়ানী একাডেমি, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, আর্মানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাব হাইস্কুল, ওয়াই ডব্লিউ সি এ স্কুল, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় এবং মোহাম্মদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

No comments

Powered by Blogger.