রোনালদোর উপহার বলে কথা

রিয়াল মাদ্রিদ দলের সতীর্থ প্রত্যেক খেলোয়াড়কে ৮,০০,০০০ টাকা মূল্যের ঘড়ি উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছর মে মাসে অ্যাটলেটিকো মাদ্রিদকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রিয়াল ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দশম শিরোপা জয় করে। স্প্যানিশ ভাষায় দশমকে ‘লা-দেসিমা’ বলা হয়। প্রথম ক্লাব হিসেবে এই শিরোপা জিততে রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। এতে রেকর্ড ১৭ গোল ছিল রোনালদোর। রেকর্ড শিরোপা জেতার পর সতীর্থদের বিশেষ উপহার দিতে চেয়েছিলেন তিনি। ইতালির বিখ্যাত বুলগারি ঘড়ির নকশাও রোনালদোর দেয়া। যার ওপরে লেখা ‘লা-দেসিমা’ ‘সিআর ৭’ ও আলাদা আলাদা করে প্রত্যেক খেলোয়াড়ের নাম। শুক্রবার স্প্যানিশ লা-লিগায় আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তিনি বন্ধুদের হাতে তুলে দেন উপহার। প্রতিটি ঘড়ির দাম পড়েছে ১০,২০০ ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭,৮৮,৫৪৬ টাকা। টুইটারে গতকাল ঘড়ির ছবি পোস্ট করেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আলভারো আরবেলোয়া।

No comments

Powered by Blogger.