ফাঁসি হওয়ার ১৮ বছর পর নির্দোষ প্রমাণিত

চীনে ১৯৯৬ সালে এক নারীকে ধর্ষণ ও খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন হুগজিল্ট নামে ১৮ বছরের এক কিশোর। ওই বছরই তার মৃত্যুদ-ের রায় কার্যকর করা হয়। ইনার মঙ্গোলিয়ার হাইকোর্টের দেয়া এক রায়ে দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় পর তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সাউথ চায়না মর্নিং পোস্ট। এ রায়ে ভীষণভাবে মুষড়ে পড়েন হতভাগ্য হুগজিল্টের পিতামাতা। ২০০৫ সালে অপর এক ব্যক্তি ওই অপরাধের দায় স্বীকার করলে, বিষয়টি নজরে আসে। কিন্তু, ওই মামলায় এ বছরের নভেম্বরে পুনর্বিচার প্রক্রিয়া শুরু হয় এবং হুগজিল্ট নির্দোষ প্রমাণিত হন। হোহোটের একটি পাবলিক টয়লেটের কাছ দিয়ে হেঁটে যাওয়ার সময় হুগজিল্ট ও তার বন্ধু ইয়ান ফেং কারও কান্নার আওয়াজ পেয়ে তাকে সাহায্য করতে যান। টয়লেটের ভেতর তারা ওই নারীর নিথর দেহ দেখতে পান। হুগজিল্ট স্থানীয় থানায় ঘটনাটি অবহিত করেন। তার বন্ধু এ ব্যাপারে বারবার তাকে মুখ না খোলার অনুরোধ করা সত্ত্বেও, মানবিক দায়িত্ববোধ থেকে তিনি পুলিশকে বিষয়টি জানান। অদৃষ্টের নির্মম পরিহাস! হুগজিল্টকেই সন্দেহ করে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে। ১৯৯৬ সালের ৯ই এপ্রিল দোষী সাব্যস্ত হন হুগজিল্ট এবং ওই বছরের জুন মাসে তার মৃত্যুদ- কার্যকর করা হয়। এদিকে ২০০৫ সালে এক সিরিয়াল ধর্ষক ও হত্যাকারী ঝাও ঝিহং পুলিশের কাছে ওই নারীকে ধর্ষণ ও খুনের দায় স্বীকার করে। রায় প্রদানের পর হাইকোর্টের ডেপুটি প্রেসিডেন্ট ঝাও জিয়ানপিং হুগজিল্টের কান্নায় ভেঙে পড়া পিতামাতার উদ্দেশে বলেন, আমরা এ মামলায় একটি হৃদয়বিদারক অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা দুঃখিত। আদালত এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে ৩০ হাজার ইউয়ান প্রদান করেছে সন্তান হারানো পিতামাতাকে।

No comments

Powered by Blogger.