ফাঁসির ১৮ বছর পর আসামি নির্দোষ!

ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ১৮ বছর পর আসামিকে নির্দোষ ঘোষণা করলেন চীনের একটি আদালত। ইনার মঙ্গোলিয়ায় ধর্ষণ এবং হত্যার অভিযোগে হুগজিলতু নামের ১৮ বছর বয়সী তরুণের প্রাণদণ্ড ১৯৯৬ সালে কার্যকর করা হয়েছিল। সে কেইসেলেতু নামেও পরিচিত ছিল। হোহোতের আদালত এক বিবৃতিতে জানায়, ইনার মঙ্গোলিয়া হায়ার পিপলস আদালত হুগজিলতুকে দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিলেন প্রকৃত ঘটনার সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয় এবং সেখানে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণও ছিল না। বিবৃতিতে আরও বলা হয়, হুগজিলতু অপরাধী ছিলেন না। ৪৮ ঘণ্টা জেরার মুখে হতভাগ্য তরুণটি কথিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কথা স্বীকারে বাধ্য হয়েছিল। মহিলার মৃত্যুর ৬১ দিনের মধ্যেই তার প্রাণদণ্ড কার্যকর করা হয়। কিন্তু ২০০৫ সালে অন্য এক অপরাধী ওই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করলে হুগজিলতু বা কিওইসিলতু দেয়া রায়ের যথার্থতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। প্রায় এক দশক ধরে সন্তানকে নির্দোষ প্রমাণের অব্যাহত প্রচেষ্টা করেন হুগজিলেতুর বৃদ্ধ মা-বাবা। তারই জের ধরে গত নভেম্বর মাসে এ মামলার পুনর্বিচার প্রক্রিয়া শুরু করেন ইনার মঙ্গোলিয়ার উচ্চ গণআদালত। আদালত সোমবার হুগজিলতুকে নির্দোষ হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া আদালতের উপপ্রধান ক্ষতিপূরণ বাবদ আসামির মা-বাবাকে ৩০ হাজার ইয়েন বা চার হাজার ৮৫০ ডলার দিয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। হুগজিলেতুর মা-বাবার কাছে আদালত উপপ্রধান ক্ষমাও প্রার্থনা করেছেন। এএফপি।

No comments

Powered by Blogger.