নিষেধাজ্ঞা পরমাণু কর্মসূচি থামাতে পারবে না : ইরান

যে কোনো চুক্তিই হোক না কেন ইরান তার পরমাণু স্থাপনা চালু রাখবেই। তার দেশের জনগণ নিষেধাজ্ঞা ও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু আলোচনার মেয়াদ আরও সাত মাসের জন্য বাড়ানোর পর সোমবার সরাসরি সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এসব কথা বলেছেন। ড. রুহানি বলেন, ইরানের প্রতিপক্ষরা বুঝে গেছে যে, চাপ ও নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনবে না। ইরানের কাছে অবশ্যই পরমাণু প্রযুক্তি রয়েছে এবং ইরানের অভ্যন্তরেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনও তার পরমাণু অধিকার ছাড়বে না। দেশের পরমাণু স্থাপনাগুলো অবশ্যই চালু থাকবে এবং ইরান কখনও তার সেন্ট্রিফিউজও বন্ধ করবে না। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান দুটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে আলোচনা করছে আর তা হল- পরমাণু কর্মসূচি অব্যাহত রাখা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এএফপি।

No comments

Powered by Blogger.