যে কারণে হেগেলকে সরালেন ওবামা

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার বিদায়ের পর চমক সৃষ্টি করার মতোই বিরোধীদলীয় রিপাবলিকান পার্টির নেতা চাক হেগেলকে ওই পদে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৬৩৫ দিন দায়িত্ব পালনের পর সোমবার হেগেলকে হঠাৎ তার পদ থেকে সরিয়ে দিলেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, কী কারণে তাকে সরিয়ে দেয়া হল? যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বরাত দিয়ে তারই কারণ অনুসন্ধান করেছে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সোমবার দৈনিকটির অনলাইনের খবরে বলা হয়, ইরাক ও সিরিয়াসহ বিশ্বে জঙ্গি মোকাবেলায় সামরিক কৌশল ও পররাষ্ট্রনীতি নিয়ে হেগেলের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেন ওবামা। সোমবার হেগেল পদত্যাগপত্র জমা দেয়ার সঙ্গে সঙ্গে তা গ্রহণ করেন ওবামা। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। তবে পদত্যাগের কারণ জানানো হয়নি। ওয়াশিংটনের বিশেষজ্ঞরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইস্যুই হেগেলের পদত্যাগের প্রধান কারণ। হেগেল সিরিয়া কিংবা ইরাকে ব্যাপক আকারের সামরিক অভিযানের পক্ষে ছিলেন। এর আগে একটি নিরাপত্তা দলকে তিনি জানিয়েছিলেন, প্রতিটি স্বার্থের বিরুদ্ধে আসন্ন হুমকি মোকাবেলায় আমাদের সবকিছু বিবেচনায় আনতে হবে। হেগেলের দলের নেতা ও ওবামার কাছে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জন ম্যাককেইন বলেন, ‘ওবামা প্রশাসনে নিজের দুর্বল অবস্থান ও বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ায় হতাশায় ছিলেন তিনি।’ ডিউকি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশ্লেষক চালস ডানলপ বলেন, ‘বিশ্বে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে বিস্তর পদক্ষেপের পক্ষে ছিলেন হেগেল।

No comments

Powered by Blogger.