মার্কিন মন্ত্রী নিশা দেশাই ঢাকায়

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ৩ দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা এল শাই এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে যুগান্তরের সঙ্গে আলাপকালে মনিকা শাই জানান, নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে তার দেশের প্রতিনিধিত্ব করার পর তিনি ঢাকায় আসেন। ঢাকায় বৃহস্পতিবার রাতে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার বাসভবনে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া, গত রাতে নিশা কোনো কর্মসূচিতে অংশ নেননি বলে মনিকা শাই জানিয়েছেন। বাংলাদেশ সফরকালে নিশা বিসওয়াল সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সম্প্রদায়, তৈরি পোশাক শিল্প খাতের নেতা ও কর্মী, এবং বিরোধীদলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি আজ গাজীপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সফরকালে নিশা বিসওয়ালের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, আজ বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে তার গুলশানের বাসায় বৈঠক করবেন নিশা। মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। নিশা বিসওয়াল শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। বিকালে ৩ দিনের সফর শেষ করার প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

No comments

Powered by Blogger.