মাহজাবিনের লাশ উত্তোলনের নির্দেশ

সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন সুমির মরদেহ পুনরায় পোস্টমর্টেমের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা এ আদেশ দেন। মাহজাবিনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার বাদী নিহতের পিতা পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী নুরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। ডা. মাহজাবিনের লাশ যশোরের কারবালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। এজন্য যশোরের ডেপুটি কালেক্টরেটকে (ডিসি) কবর থেকে লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে আদালত লাশের পোস্টমর্টেমের জন্য যশোর সিভিল সার্জনসহ তিন সদস্যের একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে ডা. মাহজাবিনের  পোস্টমর্টেম সম্পন্ন হয়। ওই প্রতিবেদনে মাহজাবিন আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে নিহতের পিতা নুরুল ইসলাম ওই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। গত ১৩ই নভেম্বর সাবেক এমপি টিপু সুলতানের রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় মাহজাবিনের। পারিবারিক কলহের জের ধরে শ্বশুর টিপু সুলতানসহ তার পরিবারের সদস্যরা মাহজাবিনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের পিতা নুরুল ইসলাম। এ ঘটনায় ধানমন্ডি থানায় ওই দিনই একটি হত্যা মামলা দায়ের করা হয়।

No comments

Powered by Blogger.