ঘূর্ণিঝড় প্রথম আবিষ্কার করেন লিওনার্দো

আজ থেকে প্রায় সাড়ে ৪০০ বছর আগে বৈজ্ঞানিক ও দার্শনিক গ্যালিলিও যখন বলেছিলেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন কেউ বিশ্বাস করেনি দাবিটি। এমনকি ক্যাথলিক চার্চের রোষের শিকার হয়ে শেষ জীবনে তিল তিল করে মরতে হয় ইতালির সেই বিখ্যাত বিজ্ঞানীকে। কৃত্রিম উপগ্রহ, মহাকাশে মানবযাত্রা বা মঙ্গলে জল খোঁজার মতো বৈজ্ঞানিক কার্যকলাপ গ্যালিলিও-যুগে স্বপ্নসম ছিল, বলাই বাহুল্য। কিন্তু মধ্যযুগের মতো কুসংস্কারাচ্ছন্ন বিশ্বে কয়েকজন বুদ্ধিজীবীর বৈজ্ঞানিক দাবি আজও বিস্মিত করে। সেরকমই আরও একটি বিস্ময় হল- বিধ্বংসী ঘূর্ণিঝড় হারিকেন নাকি প্রথম আবিষ্কার করেছিলেন শিল্পী, বিজ্ঞানী ও দার্শনিক লিওনার্দো দ্য ভিঞ্চি। সম্প্রতি বিজ্ঞানীদের হাতে আসা কয়েকটি প্রমাণেই মিলছে এই তথ্য। আজ থেকে প্রায় ৫০০ বছরের বেশি আগে লিওনার্দো দ্য ভিঞ্চির কয়েকটি ছবিতে ঘূর্ণিঝড় হারিকেন ফুটিয়ে তোলা হয়েছে। মধ্যযুগের শিল্পকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানী অ্যান পিজোরুসসো। সে যুগের বিখ্যাত চিত্রশিল্পীদের ছবি নিয়ে গবেষণা করতে গিয়েই একদিন চমকে যান পিজোরুসসো। ছবিটি ছিল লিওনার্দো দ্য ভিঞ্চির। শিল্পীর আঁকায় হুবহু ফুটে উঠেছে ঘূর্ণিঝড় হারিকেন। পিজোরুসসো অবাক হয়ে যান, স্যাটেলাইট প্রযুক্তি ছাড়াই কীভাবে হারিকেন চিহ্নিত করলেন দ্য ভিঞ্চি!
একটি, দুটি নয়, ১৬টি চিত্রে হারিকেনের ছবি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। পিজোরুসসোর কথায়, ‘লিওনার্দোই প্রথম হারিকেন ঝড় আবিষ্কার করেছিলেন। এমন কয়েকটি ছবি তিনি এঁকেছিলেন সেই ঝড়ের, যার সঙ্গে বর্তমান যুগে হারিকেনের স্যাটেলাইট ইমেজে একেবারে মিলে যায়।’ প্রায় ৫০০ বছর আগে প্রাকৃতিক দুর্যোগের ওপর লিওনার্দো দ্য ভিঞ্চির কয়েকটি ছবি, বর্তমান আবহাওয়া বিজ্ঞানকে পদে পদে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে বলেও দাবি পিজোরুসসোর। হিন্দুস্থান টাইমস।

No comments

Powered by Blogger.