মহাকাশে ইতিহাস গড়লেন প্রথম ইতালীয় নারী

ইতালির প্রথম নারী নভোচারী বহনকারী রাশিয়ার সয়ুজ মহাকাশযান নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়েছে। নাসা এ কথা জানিয়ে বলেছে, সয়ুজে ইতালির সামান্থা ক্রিস্তোফোর্ত্তি ছাড়াও রুশ নভোচারী অ্যান্তন শাখাপ্লেরভ ও আমেরিকান টেরি ভার্টস রয়েছেন। রাশিয়ার কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে উড্ডয়নের ছয় ঘণ্টা পর নভোযানটি সোমবার আইএসএসে পৌঁছে। এ তিন নভোচারী ২০১৫ সালের মে মাস পর্যন্ত মহাকাশে অবস্থান করবেন।
যাওয়ার সময়ে তারা প্রায় এক কিলো কেভিয়ারসহ আপেল, কমলা, টমেটো, হিমায়িত শুকনো দুধ এবং চিনি ছাড়া ব্ল্যাক -টি নিয়ে গেছেন। এছাড়া তারা প্রথমবারের মতো ইতালীয় কোম্পানি লাভাজ্জার তৈরি কফি তৈরির মেশিনও নিয়ে গেছেন। ইতালীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন ক্রিস্তোফোর্ত্তি (৩৭) মহাকাশে যাওয়া প্রথম নারীই নন, তিনি ইতালির কফি তৈরির মেশিনটি কক্ষপথে নিয়ে গিয়ে ইতিহাসও সৃষ্টি করেছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬টি দেশ আইএসএসে কাজ করছে।

No comments

Powered by Blogger.