জনগণকে জাগিয়ে তুলতে হবে : বি চৌধুরী

সাবেক প্রেসিডেন্ট প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের সঙ্কট মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। দেশবাসীকে জাগিয়ে তুলতে হবে। তা না হলে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের রক্তের ঋণ শোধ করা যাবে না।
আজ বুধবার বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাপ আয়োজিত ডা. মিলনের ২৪গত শাহাদাত বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বি চৌধুরী বলেন, ডা. মিলনের শাহাদাতে বাংলাদেশ যেমন জেগে উঠেছিল তেমনি সকল দল ও মতের লোকদের নিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটাতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ড. এম এ মাজেদ, ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

No comments

Powered by Blogger.