লেখকবন্ধু ফারজানা by মাহফুজ শাহিন

পত্রিকার ছোটদের পাতায় তাঁর প্রথম লেখা ছাপা হয়। সেই থেকে লেখালেখি শুরু। তখন সবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
একসময় প্রায় সব জাতীয় দৈনিকের ছোটদের পাতায় নিয়মিত লিখেছেন।
ছোটদের জন্য লেখেন বলেই ছোটদের কাছে পেলে সবকিছু ভুলে যান। বলছি আমাদের লেখকবন্ধু ফারজানা তান্নির কথা।
বাবা মির্জা মো. মোশারফ হোসেনের লেখা নাটক একসময় বাংলাদেশ বেতারে প্রচারিত হতো। বাবার এই লেখালেখি দেখেই ফারজানার মধ্যে লেখালেখির আগ্রহ জন্মে। একসময় ছোটদের পাতায় লেখালেখি করা আমাদের এই বন্ধু আজ আর ছোট্ট নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এ বছর ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেছেন।
ফারজানা লেখালেখির পাশাপাশি সুন্দর কার্টুন আঁকেন। ছাত্রজীবনে প্রথম আলোর আলপিনসহ জাতীয় দৈনিকের ফান ম্যাগাজিনের জন্য প্রচুর কার্টুন এঁকেছেন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিয়মিত ইংরেজি কবিতা আবৃত্তি করতেন। লেখালেখি ভালোবাসেন আর ইংরেজি সাহিত্যে পড়েছেন বলেই এখন একটি ইংরেজি ম্যাগাজিনে সাব-এডিটর হিসেবে কাজ করছেন।
শিশুদের বই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রুম টু রিড থেকে বনের মাঝে বাজনা বাজে এবং লাল মাছ ও হলুদ পাখি নামে ফারজানার দুটি বই বের হয়েছে, যে বই দুটি সেখানে শিশুদের পড়ানো হয়। আমাদের এই লেখকবন্ধুর প্রিয় লেখক হুমায়ূন আহমেদ। শিশুতোষ লেখক থেকে এখন নিজেকে বড়দের লেখক হওয়ার জন্য তৈরি করছেন।
ফারজানা ঢাকা বন্ধুসভার বন্ধু।

No comments

Powered by Blogger.