জান বাঁচানোর বিনিময়ে খুলির এক-তৃতীয়াংশ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক পানশালায় দুই পক্ষের মধ্যে মারামারি বেধেছিল। ঠেকাতে গিয়ে উল্টো নিজের জানটাই হারাতে বসেছিলেন পেশায় রংমিস্ত্রি ও ডেকোরেটর আন্তোনিও লোপেজ চাজের।
পানশালার এক কর্মী তাঁর মাথায় লাঠি দিয়ে অন্তত আটবার আঘাত করে। মাথাটা মেঝের সঙ্গে থেঁতলে দেওয়ার চেষ্টা করে। ২০১০ সালের ওই ঘটনায় চাজের মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জান বাঁচানোর বিনিময়ে খুলির এক-তৃতীয়াংশ হারাতে হয় তাঁকে। তবে শেষ পর্যন্ত ওই ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছেন তিনি। গত বুধবার ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ আদালত চাজকে পাঁচ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেন। ক্যালিফোর্নিয়ায় ইতিহাসে এটাই সবচেয়ে বড় ক্ষতিপূরণের আদেশ।

ছবি : ডেইলি সান

No comments

Powered by Blogger.