ভালো থাকুন-মৃগীরোগী শিশুকে মানিয়ে নিতে সাহায্য করুন

একটি শিশু যখন মৃগীরোগী হিসেবে চিহ্নিত হয়, তখন তার মধ্যে মানসিক চাপ, অস্বস্তিকর অনুভূতি, হতাশা, রাগ প্রভৃতি সৃষ্টি হয়, তার আত্মবিশ্বাস কমে যায়। এ সময় শিশুকে মৃগীরোগের সঙ্গে মানিয়ে নিতে মা-বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আপনি যদি মৃগীরোগাক্রান্ত শিশুর মা-বাবা হন, তাহলে সন্তানের কাছে তার রোগের ব্যাপারে খুলে বলুন। এ রোগে দীর্ঘমেয়াদে ওষুধ গ্রহণের প্রয়োজনীয়তা তাকে বুঝিয়ে বলুন। যদিও মৃগী একটি দীর্ঘস্থায়ী রোগ, কিন্তু তা আপনার শিশুর স্বাভাবিক কর্মকাণ্ডকে যেন অচল করে না দেয়, সেদিকে লক্ষ রাখুন। স্কুলগামী শিশুদের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে মৃগীরোগের কথা জানান। রোগী কি ওষুধ পাচ্ছে, রোগীর চিকিৎসকের ঠিকানা, ফোন নম্বর, আপনার ফোন নম্বর প্রভৃতি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে রাখুন। স্কুল চলাকালীন ওষুধ খাওয়ার সময় হলে বা খিঁচুনি দেখা দিলে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। চিকিৎসকের সঙ্গে শিশুর সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করুন এবং শিশুকেও তার সমস্যা সম্পর্কে চিকিৎসকের কাছে খোলামেলা হতে উদ্বুদ্ধ করুন। স্কুলের অন্য শিশুদের সঙ্গে আপনার রোগাক্রান্ত শিশুকে মিশতে উদ্বুদ্ধ করুন। সহপাঠী ও তার অভিভাবকদের বুঝতে দিন বা বোঝান যে মৃগী কোনো ছোঁয়াচে রোগ নয়। অন্য রোগাক্রান্ত শিশুদের সঙ্গেও আপনার শিশুকে পরিচয় করিয়ে দিন, মিশতে দিন।
ডা. মুনতাসীর মারুফ

No comments

Powered by Blogger.