'অযোধ্যায় শিগগিরই রাম মন্দির বানাবে বিজেপি'

লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তার পাল্লা ভারী করতে বিভিন্ন পন্থা অনুসরণ করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল শনিবার উত্তর প্রদেশের অযোধ্যায় দলের সাধারণ সম্পাদক অমিত শাহ জানিয়েছেন, বিজেপি খুব শিগগির সেখানে রাম মন্দির স্থাপন করতে চায়।
পাশাপাশি ক্ষমতাসীন কংগ্রেসের 'দুঃশাসন' থেকে দেশবাসীকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
গতকাল সকালে অযোধ্যায় সাংবাদিকদের অমিত শাহ বলেন, 'কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ অযোধ্যায় রাম মন্দির দেখতে চায়। যত দ্রুত সম্ভব এখানে রাম মন্দির স্থাপনের জন্য আমরা কাজ করে যাব। এ ছাড়া আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি, কংগ্রেসের দুঃশাসনের পরিবর্তে দেশে যেন সুশাসন প্রতিষ্ঠা হয়।'
এর আগেও দলের একাধিক নেতা অযোধ্যায় রাম মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ইস্যুটি ভোটের হিসাব পরিবর্তনে বরাবরের মতো এবারও ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া উত্তর প্রদেশ বিজেপির পুরনো ঘাঁটি হিসেবে পরিচিত। তবে গত নির্বাচনে সেখানে তেমন সাফল্য পায়নি দলটি। তাই এবার সেটি পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টাটুকুই করবে তারা।
মন্দির নির্মাণের ব্যাপারে অমিত শাহর প্রতিশ্রুতি সম্পর্কে সংযুক্ত জনতা দলের প্রধান শরদ যাদব বলেন, 'তিনি (অমিত শাহ) যা খুশি বলতে পারেন। তবে মন্দির নির্মাণের বিতর্কিত ইস্যুটি কেবল আইনি পদ্ধতি কিংবা সমাঝোতার মাধ্যমেই মীমাংসা হতে পারে।'
এদিকে আগামী নির্বাচনে টুইটারে দলের প্রচার চালানোর ভারও দেওয়া হচ্ছে অমিত শাহকে। দলের নেতা নরেন্দ্র মোদির প্রায় ১৮ লাখ টুইটার অনুসারী আছেন। সে কারণে অনলাইনের প্রচারকেও গুরুত্ব দিচ্ছে দলটি। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.