লিবিয়ায় জ্যেষ্ঠ কূটনীতিক নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে লরেন্স পোপকে নিয়োগ দিয়েছে ওবামা প্রশাসন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানায়। সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুর এক মাস পরে তাঁকে নিয়োগ দেওয়া হলো।


লরেন্সকে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে তিনি লিবিয়ার রাজধানী ত্রিপোলি পেঁৗছেছেন। এক যুগ আগে অবসরে যাওয়া লরেন্স যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে কাজ করতেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে আরবি ভাষায় পারদর্শী জ্যেষ্ঠ কর্মকর্তার অভাব রয়েছে_এ বিষয়টি অবসরপ্রাপ্ত লরেন্সকে পুনরায় নিয়োগ দেওয়া থেকে স্পষ্ট।
গত মাসে বেনগাজিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট চত্বরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে রাষ্ট্রদূত স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হন। ঘটনার পর এখনো পর্যন্ত লিবিয়ায় কোনো রাষ্ট্রদূত নিয়োগ দেয়নি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, 'স্টিভেন্সের যোগ্য উত্তরসূরি নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত জরুরি ভিত্তিতে লিবিয়ায় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল।' লিবিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করতে চায়, সে ইঙ্গিতই পাওয়া গেল হোয়াইট হাউসের এ পদক্ষেপের মাধ্যমে।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার আগে হোয়াইট হাউস লিবিয়ায় নতুন কোনো রাষ্ট্রদূত নিয়োগ দেবে না। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

No comments

Powered by Blogger.