সিলেটে মির্জা ফখরুল- ইলিয়াস আলী ঘোষিত জেলা বিএনপির কমিটি বহাল থাকবে

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী না ফেরা পর্যন্ত তাঁর দলীয় পদ ও সিলেট জেলা বিএনপির কমিটি বহাল রাখা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে গত মঙ্গলবার রাতে আয়োজিত দলীয় কর্মিসভায় এ ঘোষণা দেন।


কর্মিসভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ঘোষিত কমিটি অবশ্যই থাকবে। যত দিন তিনি ফিরে না আসবেন, দলে তাঁর অবস্থানও ঠিক একই জায়গায় থাকবে। ইলিয়াস আলী অবশ্যই ফিরে আসবেন। তাঁর ঘোষিত কমিটির মাধ্যমেই সিলেট জেলা বিএনপি পরিচালিত হবে। ইলিয়াস আলীকে খাটো করে কোনো কাজ সিলেটে হবে না।’
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দলের মধ্যে এজেন্ট ঢুকে গেছে। এরা দলকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। সব নেতা-কর্মীকে দ্বিধাবিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইলিয়াস আলী সিলেটে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করেছেন।’
ইলিয়াস আলীর মধ্যে বিএনপি বড় সম্ভাবনা দেখেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ আওয়ামী লীগ ভোট কারচুপির মাধ্যমে গায়ের জোরে পুনরায় ক্ষমতা দখল করতে চায়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।’
সিলেট শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত জেলা বিএনপির কর্মিসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও যুগ্ম সম্পাদক এ টি এম ফয়েজের যৌথ সঞ্চালনায় কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এম ইলিয়াস আলী ১৭ এপ্রিল থেকে ‘নিখোঁজ’ রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সিলেট জেলা বিএনপির কমিটি পুনর্গঠন হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

No comments

Powered by Blogger.