ঈদ জামাত কখন কোথায়

ঈদ জামাতের জন্য প্রস্তুত ঈদগাহগুলো। বিশাল প্রাঙ্গণজুড়ে নামাজের ব্যবস্থা ও শামিয়ানা টাঙানোসহ আনুষঙ্গিক সবকাজ প্রায় শেষ হয়ে এসেছে। এখন অপেক্ষা শুধু ঈদের দিনটির জন্য। ঈদ জামাতের প্রস্তুতি সম্পর্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা ও সমাজকল্যাণ কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত মো. নূরুল আলম নিজামী বলেন,


‘আমরা ইতিমধ্যেই ঈদজামাত অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ করেছি। নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে প্রধান জামাতের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদ জামাতের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রতিবছরের মতো এবারেও সিটি করপোরেশন জমিয়তুল ফালাহ ময়দানে প্রধান ঈদ জামাতের আয়োজন করেছে। বৃষ্টি অথবা প্রতিকূল আবহাওয়ার প্রস্তুতি হিসেবে করপোরেশন সংশ্লিষ্ট মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করেছে। এ ছাড়া করপোরেশনের ৪১টি ওয়ার্ডের সব কয়টিতেই ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে। একইস্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া নয়টায়। প্রথম জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জমিয়তুল ফালাহর খতিব মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহর জ্যেষ্ঠ ইমাম নূর মোহাম্মদ সিদ্দিকী।
লালদীঘি ময়দানে ঈদ জামাত হবে সকাল নয়টায়। এতে ইমামতি করবেন লালদীঘি মসজিদের খতিব গোলাম মোস্তাফা মো. নুরুন্নবী আল কাদেরী।

No comments

Powered by Blogger.