স্বাস্থ্যসম্মত টয়লেট উদ্ভাবনে পুরস্কার

উন্নয়নশীল দেশগুলোর জন্য উপযোগী স্বাস্থ্যসম্মত টয়লেট উদ্ভাবনের জন্য তিনটি বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করেছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। গত মঙ্গলবার বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস যুক্তরাষ্ট্রের সিয়াটলে 'রিইনভেন্ট দ্য টয়লেট ফেয়ার' উদ্বোধন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


বিল এক বিবৃতিতে বলেন, 'জনস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন এ ব্যাপারে কথা বলেন তখন আপনি আসলে মানুষের মর্যাদা নিয়েই কথা বলেন।' তিনি বলেন, 'ফ্লাশ করার সুবিধাযুক্ত টয়লেট বিশ্বের ৪০ শতাংশ মানুষের জন্য মোটেই প্রযোজ্য নয়। কারণ তারা অনেক সময় পানিই পায় না। পয়োনিষ্কাশন সুবিধা থেকে তারা বঞ্চিত। নেই বিদ্যুৎ। তাই তাদের জন্য এ ধরনের পায়খানার চিন্তা অবাস্তব ও অসম্ভব।'
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তথ্যানুসারে, বিশ্বের প্রায় ২৫০ কোটি মানুষ নিরাপদ স্বাস্থ্যসম্মত মলনিষ্কাশন থেকে বঞ্চিত। সেই হিসাবে প্রতি ১০ জনের একজন স্বাস্থ্যঝুঁকিতে। মলনিষ্কাশন ব্যবস্থা যথাযথ না হওয়ায় খাদ্য ও পানি দূষিত হয়। প্রতিবছর দূষিত খাদ্য অথবা পানিবাহিত অসুখে প্রায় ১৫ লাখ শিশু মারা যায়, যা যৌথভাবে এইডস ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার চেয়েও বেশি। বিল গেটস বলেন, 'যেসব গুরুত্বপূর্ণ কারণে আমরা শিশু মৃত্যুহার কমাতে পারি, জনস্বাস্থ্যের মান বাড়াতে পারি, স্বাস্থ্যসম্মত টয়লেট উদ্ভাবন এর অন্যতম।'
প্রথম পুরস্কার পেয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। তাদের উদ্ভাবিত টয়লেটে সৌরশক্তি ব্যবহৃত হবে, যা হাইড্রোজেন গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করবে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.