মাহে রমজান-উদ্ভাসিত হোক ত্যাগের মহিমায়

শাবান মাস শেষে, পশ্চিমাকাশে ক্ষীণকায় নতুন চাঁদ সূচিত করল মহিমান্বিত একটি মাসের। তাৎপর্যপূর্ণ এ মাসটির জন্য অপেক্ষার পালা পূর্ণ হলো। মুসলমানদের জীবনে ফিরে এলো ত্যাগ ও ইবাদতের মহিমায় ভাস্বর_ মাহে রমজান। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়_ আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ, লালসা ও নেতিবাচক চিন্তাতেও লাগাম টেনে ধরা হয়।


রোজা অনুভব করায় ক্ষুধার্ত ও বঞ্চিত মানুষের কষ্ট। ফরজ ইবাদতের সঙ্গে সঙ্গে দিনব্যাপী নানা ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মানুষরা আল্লাহকে স্মরণ করেন। রমজান শিক্ষা দেয় ত্যাগের, মিতব্যয়িতার, ভোগ না করে বিলিয়ে দেওয়ার আদর্শ। শেখায় বিত্তবৈভবের গরিমার বদলে স্রষ্টার দরবারে আনুগত্য প্রকাশের মহিমা। দেখিয়ে দেয় পানাহারসহ সকল উপভোগের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইবাদতের মধ্যে মগ্ন থাকার সৌন্দর্য। দুুঃখজনক হলেও সত্য, রমজানের এই শিক্ষা অনেকের জীবনে প্রতিভাত হয় না। ত্যাগের বদলে ভোগ, কৃচ্ছ্রতার বদলে অপচয়, অল্প আহারের বদলে ভূরিভোজ, মিতব্যয়িতার বদলে অপব্যয়িতার দেখানেপনা_ রমজানের সৌন্দর্যকে ম্লান করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে সহনশীলতা ও সৌহার্দ্যের বদলে অসহিষ্ণু প্রবণতাও দেখা যায়। এ মাস এলেই নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে যায়। অতি মুনাফালোভীরা রমজানকেই বেছে নেয় বাড়তি লাভের উপায় হিসেবে। ক্রেতারাও বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হন। রমজানে এর উল্টো ঘটনা ঘটলে সেটিই অধিক গ্রহণযোগ্য হতো। কৃচ্ছ্রতার আদর্শ অনুসরণ করলে এ মাসে কেনাকাটার পরিমাণ কমে যেত এবং ন্যায়ের আদর্শ অনুসরণ করলে এ মাসে অতিরিক্ত মুনাফার জন্য অযৌক্তিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটত না। শুধু দ্রব্যমূল্যই নয়, শহরজীবনের দৈনন্দিন দুর্ঘটগুলোতে বাড়তি মাত্রা যুক্ত হয় এ মাসে। তাই দ্রব্যমূল্যের পাশাপাশি যানজট, যানবাহন স্বল্পতা ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে রমজানে বিশেষ সরকারি উদ্যোগ এলে সেটি প্রশংসনীয় হবে। রমজানের সিয়াম সাধনার মধ্যেই বিপণি বিতানগুলোতে শুরু হবে ঈদের প্রস্তুতিমূলক কেনাকাটা। মানুষ যাতে সুষ্ঠুভাবে কেনাকাটা করতে পারে সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার কথা এখনই ভাবতে হবে। তবে বাহ্যিক এই আয়োজনগুলোর বাইরে রমজান যদি প্রত্যেক মুসলিমের মনে নতুন আলো জ্বালাতে পারে, নতুন মানুষ হিসেবে সকলকে উজ্জীবিত করতে পারে সেটি হবে প্রকৃত চাওয়া। ইসলাম শান্তির ধর্ম। রমজান যে ত্যাগ-তিতিক্ষা, সহনশীলতা, পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধের বাণী বয়ে আনে তার চর্চাই সর্বাগ্রে হওয়া উচিত। মহান আল্লাহর কাছে বিনম্র প্রার্থনায় এ মাসে প্রত্যেক মুসলমানের জীবনে শান্তি, স্থিতি ও সমৃদ্ধি আসুক_ এটিই আজকের কামনা।

No comments

Powered by Blogger.