বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পণ্যের বাজার সৃষ্টি করতে চান ওবামা

নিজের অসমাপ্ত কাজ শেষ করে যেতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে অন্যতম হচ্ছে, সারা বিশ্বে মার্কিন পণ্যের বাজার সৃষ্টি। এ জন্যই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হচ্ছে তাঁকে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গত বৃহস্পতিবার এমন কথাই বললেন ওবামা।


ফ্রোরিডার পাম বিচে নির্বাচনী সভায় দেওয়া বক্তৃতায় ওবামা বলেন, 'আমেরিকার তৈরি পণ্য আমি সারা বিশ্বে বিক্রি করতে চাই। আমি তা বিশ্বাসও করি। এ কারণেই আমি দ্বিতীয় দফায় নির্বাচনে লড়ছি। এ জন্য যেসব উপায় আমরা অবলম্বন করতে পারি তাদের একটি হচ্ছে_যেসব কম্পানি বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করছে তাদের কর অব্যাহতির সুযোগ না দিয়ে আমরা যেসব কম্পানি এদেশে বিনিয়োগ করবে এবং আমেরিকার লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে তাদের সুযোগ দেব।'
ওবামা জানান, প্রায় এক দশক যুদ্ধের পর এবার সময় এসেছে দেশের মাটিতে কিছু করার, 'যুক্তরাষ্ট্র এখন অনেক নিরাপদ এবং আরো বেশি সম্মানের জায়গায় রয়েছে। কারণ, আমাদের সেনাবাহিনীর অবিশ্বাস্য অবদান। তাদের প্রচেষ্টার কারণেই আমরা প্রতিশ্রুতি মোতাবেক ইরাকযুদ্ধ শেষ করতে পেরেছি।'
ওবামা আরো বলেন, 'আমরা আল-কায়েদা নেতা বিন লাদেন ও ৯/১১ হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নির্মূল করেছি। আফগান যুদ্ধ শেষ করারও একটি সময়সীমা নির্ধারণ করতে সক্ষম হয়েছি আমরা।' তিনি জানান, তাঁর সরকার আন্তর্জাতিক মণ্ডলে মার্কিন মূল্যবোধের সঙ্গে একাত্ম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করেছে। ইসরায়েল প্রসঙ্গে তিনি বলেন, 'আমি জানি, বহু লোক আছেন, যাঁরা ইসরায়েল রাষ্ট্রের সপক্ষে উদ্বিগ্ন রয়েছেন। বুলগেরিয়ায় বর্বরোচিত হামলার প্রেক্ষাপটে এখন সময় এসেছে এ ব্যাপারে কথা বলার।' তিনি জানান, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি বরং আরো জোরদার হয়েছে। এ ছাড়া ওবামা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.