বেড়ানোর ব্যবস্থায় by ফেরদৌস ফয়সাল

বেড়াতে গিয়ে নিজেই থাকা-খাওয়ার জায়গা ঠিক করার ঝামেলায় অনেকে যেতে চান না। আবার সুন্দরবনসহ এমন অনেক জায়গা আছে, যেখানে নিজেদের ব্যবস্থায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ। সে ক্ষেত্রে সাহায্য নিতে পারেন ট্যুর অপারেটরদের। জেনে নিন তাদের নানা সুবিধা সম্পর্কে।


বাংলাদেশ পর্যটন করপোরেশন
তাদের প্যাকেজ হলো: ১. ঢাকা-বান্দরবান-ঢাকা, ৩ দিন ২ রাত। ২. ঢাকা-মৌলভীবাজার-সিলেট-ঢাকা, ৩ দিন ২ রাত। ৩. ঢাকা-মহাস্থানগড়-পাহাড়পুর-বগুড়া-ঢাকা ২ রাত ৩ দিন। ৪. ঢাকা-কক্সবাজার-ঢাকা ২ রাত ৩ দিন। ফোন: ৯৮৬২৪৩৫; ওয়েব: www.parjatan.gov.bd।

দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানালেন: ১. ঢাকা-সুন্দরবন-ঢাকা, ৩ রাত ৪ দিন, ১০ হাজার ৫০০ টাকা। ২. ঢাকা-বগুড়া-রাজশাহী-ঢাকা, ২ রাত ৩ দিন,। ৩. ঢাকা-সিলেট-শ্রীমঙ্গল-ঢাকা, ২ রাত ৩ দিন। ৪. ঢাকা-কক্সবাজার-টেকনাফ-সেন্ট মার্টিন-ঢাকা, ৩ রাত ৪ দিন প্যাকেজ আছে। ফোন: ৮৮৫৭৪২৪ ওয়েব: www.bengaltours.com

দ্য গাইড ট্যুরস লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হাসান মনসুর জানালেন: ১. ঢাকা-বান্দরবান-ঢাকা, কটেজে বাঁশের ঘরে ১০ হাজার ৫০০ টাকা। ২. ঢাকা-সুন্দরবন-ঢাকা, ৪ দিন ৩ রাত, ১৩ হাজার ৩০০ ঢাকা। ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা ২ রাত ৩ দিন, ১৩ হাজার ৫০০ টাকা। আরও আছে শীতলক্ষ্যা নদীতে নৌবিহার, জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা। ফোন: ৯৮৬২২০৫; ওয়েব: www.guidetour.com।
রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস
ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, ঢাকা-সুন্দরবন-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ইত্যাদি। ফোন: ৮৮২৭৮৭৯, ওয়েব: www.riverandgreen.com

জার্নি প্লাস
ঢাকা-রাঙামাটি-বান্দরবান-ঢাকা, ৩ রাত ৩ দিন। ৭ হাজার ৫০০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, ৩ দিন ২ রাত খরচ ৬ হাজার ৫০০ টাকা ইত্যাদি।
ফোন: ০১৮১৯২২৭৯০১, ওয়েব: www.journeyplus.com

সুন্দরবন টুরস অ্যান্ড রিসোর্ট
ঢাকা-সুন্দরবন-ঢাকা, ঢাকা-কুয়াকাটা-সুন্দরবন-ঢাকা, ঢাকা-কক্সবাজার-সীতাকুণ্ড-ঢাকা ইত্যাদি প্যাজ আছে। ফোন: ০১৭১১২৬৬৪৮২, ওয়েব: bangladeshsundarbantours.com/about.html

অবকাশ পর্যটন লিমিটেড
ঢাকা-সেন্ট মার্টিন ঢাকা, ঢাকা-নিঝুমদ্বীপ-ঢাকা, ঢাকা-সুন্দরবন- ঢাকা, ঢাকা-কুয়াকাটা-ঢাকা ইত্যাদি। ফোন: ০১৭১১১৭৩৪৩৪,
ওয়েব: www.abakashparjatan.com

ইনসাইটা ট্যুরিজম
ঢাকা, কক্সবাজার, বান্দরবান ঘুরে আসার পাশাপাশি রোমাঞ্চকর ট্যুরের সুযোগ দিচ্ছে ইনসাইটা ট্যুরিজম। বান্দরবানের কেওক্রাডং, নাফাখুম, শ্রীমঙ্গলের হামহাম ঝরনা, সুন্দরবনে ২ রাত ২ দিন থেকে ৫ রাত ৪ দিন থাকার সুযোগ পাওয়া যাবে বিভিন্ন প্যাকেজে। ওয়েব: ww.incitaa.com

সান অ্যান্ড সি
ঢাকা থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ-সেন্ট মার্টিনে বেশ কয়েকটি প্যাকেজ আছে। ঢাকা-সুন্দরবন-ঢাকা প্যাকেজও আছে। ওয়েব: www.sunandseabd.com

No comments

Powered by Blogger.