অস্বাভাবিক জোয়ার-আমরা কতটা প্রস্তুত?

উপকূলে আরেকটি নিম্নচাপের আশঙ্কায় মঙ্গলবার সকালে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি ও দুপুরে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি স্বস্তিকর সন্দেহ নেই। কিন্তু এ রেহাই যে সাময়িক, তাও মনে রাখা জরুরি। আমরা দেখছি, গত কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে উপকূলের জীবন ও জীবিকা বিপর্যস্তকারী নিম্নচাপের পৌনঃপুনিকতা বেড়েই চলেছে।


বেড়ে চলেছে অস্বাভাবিক জোয়ারও। নিম্নচাপে তবুও সতর্কতা সংকেত জারির অবকাশ থাকে; অস্বাভাবিক জোয়ার নীরবে হানা দিয়ে যাচ্ছে আমাদের উপকূলে। দেখা যাচ্ছে, মঙ্গলবার নিম্নচাপ সম্পর্কিত সতর্কতা সংকেত প্রত্যাহার হলেও জোয়ার কিন্তু ঠিকই হাজির হয়েছে। বুধবার সমকালের লোকালয় পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, জোয়ারের পানিতে চার-পাঁচ দিন ধরে থইথই করছে মংলা শহর। শহরের প্রধান প্রধান সড়ক ও সুরক্ষা বাঁধ কয়েক দফা উঁচু করেও রক্ষা পাওয়া যাচ্ছে না। এবারই কেবল নয়, প্রতি অমাবস্যা-পূর্ণিমাতেই বাড়ছে জোয়ারের তীব্রতা। একই দিন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাট শহরও। এর আগে আমরা পিরোজপুর ও পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন জনপদে জোয়ারের পানির অনুপ্রবেশ দেখেছি। অস্বীকার করা যাবে না, জোয়ার-ভাটা একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং উপকূলীয় ভূমি গঠনসহ পরিবেশ-প্রতিবেশ স্বাভাবিক রাখতে এর অনন্য অবদান রয়েছে। কিন্তু জোয়ার যখন অস্বাভাবিক উচ্চতা নিয়ে হাজির হয়, বিপত্তি বাধে তখনই। হাজার বছর ধরে জোয়ার-ভাটার যে সীমা মেনে উপকূলীয় জনবসতি গড়ে উঠেছে, তা আর ঠিক থাকছে না। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভবিষ্যতে জোয়ারের উচ্চতা আরও বাড়বে। স্বভাবতই নতুন নতুন এলাকা প্লাবিত হবে, ফসলি জমিতে বাড়বে লবণাক্ততা। প্রশ্ন হচ্ছে, আমরা কি উপকূলের ওই অচেনা চেহারা মোকাবেলায় প্রস্তুত? সিডর ও আইলার মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তো বটেই, অস্বাভাবিক জোয়ার-ভাটার মতো নীরব কিছু দুর্যোগও মোকাবেলা করে টিকে থাকতে হবে আমাদের। আমরা জানি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের নীতিগত প্রস্তুতি গোটা বিশ্বে প্রশংসনীয়। একই সঙ্গে ব্যবহারিক প্রস্তুতিও যে জরুরি হয়ে পড়েছে, মংলা ও বাগেরহাটের প্লাবন সে তাগিদই দিচ্ছে।
 

No comments

Powered by Blogger.