ম্যাডোনার প্রত্যাবর্তন

প্রায় তিন বছর পর আবারও নতুন করে স্টেজ মাতাতে আসছেন বিশ্বনন্দিত পপতারকা ম্যাডোনা। ইতিমধ্যে এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। গত তিনটি বছর ম্যাডোনাকে কোন কনসার্টে অংশ নিতে দেখা যায়নি। ম্যাডোনার সর্বশেষ  ট্যুরটি ছিল ‘স্টিকি অ্যান্ড সুইট ট্যুর’। তিন বছর পর বেশ জোরেশোরেই প্রত্যাবর্তন ঘটছে ম্যাডোনার। তিনি এবার ট্যুর শুরু করতে যাচ্ছেন তেলআবিব থেকে। সেখানেই প্রথম তিন বছরের নীরবতা ভেঙে অংশ নেবেন প্রথম কনসার্টে। তেলআবিবের পর ইউরোপ সফরে যাবেন ম্যাডোনা। ইউরোপে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়ে যাবেন দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া ট্যুরে। প্রায় ২০ বছর পর তিনি দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া কনসার্টে অংশ নিচ্ছেন। তিন বছর পর ম্যাডোনার এই কামব্যাকের খবর দিয়েছেন তার ট্যুর প্রমোশন কোম্পানি লাইভ নেশন। ৫৩ বছর বয়সী এই পপতারকা  এবারের ট্যুরে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে দুই ডজনেরও বেশি শহরে কনসার্ট করবেন। শহরগুলোর মধ্যে লন্ডন, এডিনবার্গ, প্যারিস, মিলান, আবুধাবি ও বার্লিন উল্লেখযোগ্য। আবারও নিজের গানে মাতাবেন সারা বিশ্বকে তিনি। চলতি বছরের মে মাসের শেষের দিক থেকেই এ ট্যুরে বের হচ্ছেন ম্যাডোনা। তেলআবিব থেকে কনসার্ট শুরু করে শেষ কনসার্টটি ম্যাডোনা করবেন ফ্রান্সে। এরপর অবশ্য আমেরিকায়ও তার কনসার্ট করার কথা রয়েছে। চার মাসের টানা এই সফরের জন্য ইতিমধ্যেই তিনি নিজেকে বেশ ভালভাবে তৈরি করে নিয়েছেন বলেও জানা গেছে। সমপ্রতি ম্যাডোনার এ প্রত্যাবর্তনে সারাবিশ্বে তার কোটি ভক্ত-শ্রোতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

No comments

Powered by Blogger.