সরকারি হাসপাতাল-ডাক্তার বাড়ানোর বিকল্প নেই

শেয়ারবাজার নিয়ে উত্তপ্ত তর্ক-বিতর্কের পর মঙ্গলবার সরকারি হাসপাতালগুলোকে চিকিৎসাসেবার দুরবস্থা নিয়ে আবারও সরব হলো জাতীয় সংসদ। জনগুরুত্বপূর্ণ সমস্যাবলি জমজমাট সংসদীয় বিতর্ককে নেতিবাচক দৃষ্টিতে দেখার উপায় নেই, বরং সাধারণ মানুষ এ ধরনের বিতর্ককে স্বাগত জানিয়েছেন।


সংসদ সবসময় জাতীয় সমস্যাবলি নিয়ে তর্ক-বিতর্ক ও সমালোচনায় সরব থাকুক এটাই সাধারণের প্রত্যাশা। সরকার আন্তরিক হলে এসব বিতর্ক থেকে সমাধানের উপায়ও বের হয়ে আসতে পারে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট নিয়ে সংসদ সদস্যরা যে বিতর্ক উত্থাপন করেছেন তার সঙ্গে সকলেই সহমত পোষণ করবেন। রোগী ও রোগীদের আত্মীয়-স্বজনরা এসব সমস্যার মুখোমুখি হন প্রায়ই। আশার কথা, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও এ বিষয়ে অবগত। তারা বিষয়টি নিয়ে সরব হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সমালোচনা করেছেন। এখন সমাধান বের হলে সেটিই হবে প্রত্যাশিত। সাম্প্রতিক সময়ে দেশে চিকিৎসাসেবার উন্নততর যে অবকাঠামো গড়ে উঠেছে তা মূলত ঢাকাকেন্দ্রিক ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত। ঢাকার বাইরে বিশাল বাংলায় চিকিৎসাসেবার উন্নততর অবকাঠামো বিস্তৃত হয়নি, বেসরকারি উদ্যোক্তারাও খুব বেশি সেদিকে আকৃষ্ট হননি। বরং রাজধানীর বাইরের সেবা ব্যবস্থা বলতে গেলে এককভাবে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালগুলোর ওপরেই বর্তেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে রোগী বাড়লেও হাসপাতালগুলোর সেবা ব্যবস্থার বিশেষ উন্নতি ঘটেনি। চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তি দূরে থাকুক, প্রাথমিকভাবে যে সংখ্যক ডাক্তার দরকার তাও নিযুক্ত হয়নি। অনেক হাসপাতালেই ডাক্তারদের পদ খালি পড়ে আছে। নিয়োগ প্রক্রিয়া চলছে ধীরগতিতে, আর নিয়োজিত হলেও মফস্বল বা জেলা শহরে কাজ করার ব্যাপারে ডাক্তারদের আগ্রহ দেখা যাচ্ছে না। খোদ প্রধানমন্ত্রী একাধিকবার ডাক্তারদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন যেন তারা ঢাকার বাইরে কাজ করার ব্যাপারে উৎসাহী হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষেও অনুরূপ আহ্বান এসেছে, কিন্তু তাতে সুফল মেলেনি। ডাক্তাররা বরাবরের মতোই ঢাকামুখী থেকেছেন। কিন্তু দেশের চিকিৎসা সেবার যে বাস্তবতা তাতে স্বল্প ডাক্তার নিয়ে সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে হলে নিযুক্ত ডাক্তারদের অবশ্যই ঢাকার বাইরে কাজ করতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে ডাক্তারদের দেখা মেলে না। বিশেষজ্ঞ বা প্রশিক্ষিত ডাক্তাররা ঢাকার বাইরে থাকতে রাজি নন। এমনকি নতুন ডাক্তারদের উৎসাহও এ ক্ষেত্রে সামান্য। নিয়ম অনুসারে, চাকরি জীবনের শুরুতে একজন ডাক্তারকে অবশ্যই দু'বছরের জন্য ঢাকার বাইরে কাজ করতে হয়। কিন্তু দু'বছর অতিক্রান্ত হওয়ার আগেই ডাক্তাররা ঢাকায় চলে আসেন। কেউ উচ্চতর পড়াশোনার জন্য, কেউ বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে কেউবা বিশেষ ব্যবস্থায়। এ ক্ষেত্রে দু'বছর মেয়াদ পূর্ণ করার দিকে আগ্রহ কম। বর্তমান সরকার জরুরি ভিত্তিতে সাড়ে চার হাজার ডাক্তার নিয়োগ দিয়েছে। কিন্তু তাতে খুব ভালো ফল মেলেনি। অভিযোগ আছে, নতুন নিয়োগপ্রাপ্তদের অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মস্থল ছেড়ে ঢাকায় এসে বসবাস করছেন। পরিস্থিতিটি মোটেও সুখকর নয়। সরকারি হাসপাতালগুলোতে নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের অবশ্যই কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করতে হবে। অন্যথা হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। দায়িত্বপ্রাপ্ত দফতরগুলো প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারও প্রতিবিধান দরকার। নইলে, ঢাকামুখী এ প্রবণতা হ্রাস পাবে না। সবচেয়ে বড় কথা, খালি পদগুলো অবিলম্বে পূরণ হওয়া দরকার। সাধারণ ও বিশেষজ্ঞ ডাক্তাররা যাতে জেলা ও মফস্বলে যেতে উৎসাহী হন সে জন্য তাদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সার্বিকভাবে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য, বিস্তৃত ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। চিকিৎসা ব্যবস্থার যে বেহাল দশার কথা সংসদ সদস্যরা উল্লেখ করেছেন তা অব্যাহত থাকা উচিত নয়। সরকার ও মন্ত্রণালয় এদিকে যত দ্রুত নজর দেবে ততই মঙ্গল।

No comments

Powered by Blogger.