ইমরান-কারিনা-নতুন জুটি

‘বেচারা (!) রণবীরের জন্য মায়া হচ্ছে, কারিনা তার দিদি বলে সে কখনো কারিনার নায়ক হতে পারবে না। একদিক থেকে এটা ভেবে আনন্দই হচ্ছে। হা হা হা—সদ্য মুক্তি পাওয়া এক ম্যায় ঔর এক তু ছবির সাফল্যের পর নায়ক ইমরান খান এখন আকাশে ভাসছেন, ‘বিশ্বাস করুন, আমাকে মাটিতেই নামানো যাচ্ছে না।
কারিনা আমার চেয়ে বয়সে তিন বছরের বড়। তার পরও দর্শক সমর্থন পাওয়াটা বিশাল প্রাপ্তি। অভিনয়ে আসার আগে থেকেই কারিনার সঙ্গে একটি ছবি করার শখ ছিল। পরিচালক শকুন বাত্রা যখন এই ছবির প্রস্তাব নিয়ে এসেছিল, কারিনা তখন সাইফের ছবি নিয়ে ব্যস্ত। শকুনকে বলেছিলাম, যদি কারিনা ছবিটি করতে রাজি হয়, তবেই আমি ছবিটি করব। শকুনও আট মাস কারিনার পেছনে জোঁকের মতো লেগে ছিল। অতঃপর সম্মতি এবং আমার স্বপ্ন পূরণ।’ ৩৫ কোটি রুপির এক ম্যায় ঔর এক তু মুক্তির আগেই ঘরে তুলেছিল ১৮ কোটি রুপি। মুক্তির প্রথম ১০ দিনে শুধু ভারত থেকে আয় করেছে ৩৮ কোটি রুপি। অর্থাৎ লাভের অঙ্ক কষতে কষতে পকেটের স্বাস্থ্য বেড়েছে প্রযোজক করন জোহরের। প্রোমো দেখে হলিউডের হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস কিংবা মেক্সিকান ছবি রেসিন ক্যাজাডোর কার্বন কপি মনে হলেও আদতে এক ম্যায় ঔর এক তুর গল্প-চিত্রনাট্য মৌলিক। কারিনা কাপুরের ভাষায়, পরিচালক শকুন কিছুটা হলিউডের উডি অ্যালেন, কিছুটা ভারতের ইমতিয়াজ আলীর স্টাইলে গল্প বলার চেষ্টা করেছেন। ছবির ব্যতিক্রমী সমাপ্তি নিয়ে চিন্তায় ছিলেন স্বয়ং পরিচালক এবং নায়ক ইমরান। তাঁদের ধারণা, হিন্দি ছবির দর্শক এ ধরনের সমাপ্তি গ্রহণ করবে না। কিন্তু প্রযোজক করন জোহর বিশ্বাস রেখেছিলেন কাহিনিকারের ওপর। ফলাফল—অভূতপূর্ব সাফল্য।
কারিনা বলেন, ‘আমিই বলিউডের একমাত্র নায়িকা, যে মামা-ভাগনে দুই খানের সঙ্গেই অভিনয় করেছি। ইমরান তো এখন এককথায় আমার “জান”।’ শুরুতে ইমরান কারিনাকে কিছুটা ভয় পেলেও কারিনা তাঁকে সহজ করে নিয়েছিলেন। ইমরানও বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রতিদিন কারিনার অসংখ্য ছবি তুলেছিলেন। শৌখিন আলোকচিত্রী ইমরানের হাতের জাদুতে মুগ্ধ হয়ে কারিনা অনুরোধ করেন, বাছাই করা ছবি দিয়ে প্রদর্শনীর আয়োজন করতে। ইমরানও এখন ‘কারিনা কাপুর: প্রেজেন্টেড বাই ইমরান খান’ আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছেন। ইমরান খানের ভাষায়, ‘আমার সাধ্য থাকলে আমার প্রতিটি ছবির নায়িকা হিসেবে কারিনাকে চাইতাম। আমার স্ত্রী অবন্তিকাও কারিনার অন্ধ ভক্ত।’ এক ম্যায় ঔর এক তু ছবিতে অনেক দিন পর শহরের আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করলেন কারিনা। তিনি বলেন, ‘গোলমাল ৪, উই আর ফ্যামিলি, বডিগার্ড, রা ওয়ান—পরপর চার ছবিতে দেশি নারীর চরিত্রে অভিনয় করেছিলাম। বলা যায়, ক্লান্ত হয়েই এক ম্যায় ঔর এক তু ছবির রিয়ানা চরিত্রে অভিনয় করলাম। জাব উই মেট-এর গীত চরিত্রের আধুনিক সংস্করণও বলতে পারেন রিয়ানাকে।’
আকাশে-বাতাসে খবর বেরিয়েছে, এক ম্যায় ঔর এক তু ছবির সেটে ক্যামেরার পেছনে কারিনার আগ্রহ দেখে নাকি ছবির প্রযোজক করন কারিনাকে তাঁর পরবর্তী ছবিতে পরিচালক হওয়ার প্রস্তাব করেছেন। কিন্তু ‘দুঃখজনক হলেও খবরটি মিথ্যা’—জানালেন করন জোহর। ‘পরিচালক হিসেবে কারিনা খুব বেশি সুন্দরী। এত সুন্দরী নারীকে ক্যামেরার পেছনে নয়, সামনে দেখতে চাই।’ খবর চাউর হয়েছে, কারিনা নাকি ২৩ মার্চ এজেন্ট বিনোদ মুক্তির এক সপ্তাহ পর বিয়ে করবেন। কারিনা এ প্রসঙ্গে নির্বাক থাকলেও ইমরান রসিকতা করে মুখ খোলেন, ‘যা শুনেছেন, পুরোটাই সত্যি। ২৩ মার্চের এক সপ্তাহ পর আসছে ১ এপ্রিল! এপ্রিল ফুল ডে! কারিনা-সাইফ সেদিন আপনাদের বোকা বানাবেন।’
 রুম্মান রশীদ খান
[দাইজিওয়ার্ল্ড, কোইমোই, ব্লুমবার্গ ইউটিভি, গালফ নিউজ, হিন্দুস্তান টাইমস, জি নিউজ, ডিএনএ, বলিউড হাঙ্গামা ডট কম অবলম্বনে]

No comments

Powered by Blogger.