সেদিন ১৬-১৭ গোলও করতে পারতাম

প্রথম ম্যাচে তাঁর পা থেকে এসেছে দুই গোল। পরের ম্যাচেই বিস্ফোরক রূপে জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। আরামবাগের বিপক্ষে একাই করেছেন ১২ গোল! গ্রুপ পর্বের আরেকটি ম্যাচ ছাড়াও রয়েছে সেমিফাইনাল। কত গোলে গিয়ে থামতে চান তিনি? কালের কণ্ঠ স্পোর্টস তা-ও জানার চেষ্টা করেছে সাবিনা খাতুনের কাছ থেকে।
প্রশ্ন : দুই ম্যাচে মোট কয়টা গোল হলো?সাবিনা খাতুন : প্রথম ম্যাচে দিপালী যুব সংঘের সঙ্গে দুটি আর পরের ম্যাচে ১২টি। সব মিলিয়ে ১৪টি গোল হয়েছে আমার।

প্রশ্ন : এর আগে তো এর চেয়ে বেশি গোলও করেছেন, তাই না?
সাবিনা : হ্যাঁ। জাতীয় চ্যাম্পিয়নশিপে নওগাঁর বিপক্ষে এক ম্যাচে ১৩ গোল করেছিলাম। এবার হলো ১২টি।
প্রশ্ন : সুযোগ তো ছিল। তাহলে নিজের করা রেকর্ড ভাঙলেন না কেন?
সাবিনা : ইচ্ছা করলে পারতাম আরো গোল করতে। অনেক গোল হয়ে গিয়েছিল। তাই মাঠের বাইরে থেকে কোচ বারবার বলছিলেন আর গোল না করতে। তাই আর গোল করিনি। কিন্তু আমাকে কিছু বলা না হলে ১৬-১৭টি গোল করে ফেলতাম।
প্রশ্ন : কোচের এমন কথা বলার কারণ কী?
সাবিনা : আসলে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হচ্ছে। এত বেশি গোল করলে ভবিষ্যতে অন্য দলগুলো খেলতে না-ও আসতে পারে।
প্রশ্ন : এখনো তো কয়েকটা ম্যাচ বাকি। এ আসরে মোট কয়টি গোল করার ইচ্ছা?
সাবিনা : সুযোগ পেলে অবশ্যই আরো গোল করব। সব মিলিয়ে ২০-২৫টি করতে পারলেই খুশি।
প্রশ্ন : এই টুর্নামেন্টে শেখ জামালের লক্ষ্য কী?
সাবিনা : অবশ্যই ক্লাবকে ভালো কিছু উপহার দেওয়া। দর্শকদের ভালো ফুটবল উপহার দেওয়া। এসবই সম্ভব প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা জিতে নিলে।
প্রশ্ন : কোন দলকে শক্ত প্রতিপক্ষ বলে মনে হচ্ছে?
সাবিনা : দিপালী ভালো দল করেছে। কিন্তু সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে মোহামেডানই শক্ত প্রতিপক্ষ।
প্রশ্ন : মোহামেডানকে হারানো সম্ভব মনে করেন?
সাবিনা : কেন নয়? কোচ (পনিরুজ্জামান পনির) আমাদের যেভাবে প্র্যাকটিস করাচ্ছেন তাতে আমি মনে করি শিরোপা জেতা সম্ভব। এ ছাড়া এখন দলের মধ্যে সমন্বয়টাও অনেক ভালো।
প্রশ্ন : কিন্তু মোহামেডান তো অনেক ভালো দল। জাতীয় দলের অনেক ফুটবলার রয়েছেন এ দলে...
সাবিনা : আমাদের দলেও জাতীয় দলের অনেক ফুটবলার রয়েছে। অনেক দিন ধরে আমরা একসঙ্গে প্র্যাকটিস করছি। ফলে শিরোপা জেতার সম্ভাবনা আমাদেরই বেশি।
প্রশ্ন : এরপর আর কোন কোন টুর্নামেন্ট রয়েছে?
সাবিনা : শুনেছি জাতীয় চ্যাম্পিয়নশিপের সেরা আট দল নিয়ে একটি টুর্নামেন্ট হবে। অক্টোবরে এ টুর্নামেন্ট হওয়ার কথা। এ ছাড়া মেয়েদের করপোরেট লিগ রয়েছে। তাই মনে হচ্ছে, আমরা খেলার মধ্যেই থাকব।
প্রশ্ন : এরই মধ্যে বেশ কিছু টুর্নামেন্ট খেলেছেন। এখনকি কিছুটা ক্লান্ত?
সাবিনা : মোটেও না। বরং সময়টা আমি উপভোগ করছি। যত বেশি খেলব ততই আমরা শিখতে পারব।

No comments

Powered by Blogger.