আসামিদের প্রাণভিক্ষার আবেদন করুণানিধির

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিনজন আসামির প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন ডিএমকে দলের প্রধান তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধি। খবর পিটিআইয়ের।
করুণানিধি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস ও ক্ষমতাসীন জোট ইউপিএর সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে গতকাল বৃহস্পতিবার আবেদন করেছেন। এতে তিনি তিনজনের প্রাণরক্ষায় উদ্যোগ নিতে তাঁদের কাছে আবেদন জানান।
তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধি এক বিবৃতিতে বলেন, আসামি পেরারিবালান, সান্থান ও মুরুগান মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর ২০ বছরের বেশি সময় ধরে কারাগারে থেকে নিস্তেজ হয়ে যাচ্ছেন। আসামিদের শাস্তি কমাতে অনেকে তামিলনাড়ু সরকারের কাছে আবেদন করেছে, যাতে মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাস করে গভর্নরের কাছে সুপারিশ করা হয়। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
করুণানিধি বলেন, ‘এ জন্য কেন্দ্রীয় সরকারের অন্তত একটা ব্যবস্থা নেওয়া উচিত। তাই প্রধানমন্ত্রী ও ইউপিএ সভানেত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।’
গত ৯ সেপ্টেম্বর মাদ্রাজের হাইকোর্ট আসামিদের ফাঁসি কার্যকর করার সময় আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

No comments

Powered by Blogger.