ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে এ সরকার ক্ষমতায় এসে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তির উত্থান আর পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সামরিক জান্তাদের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে বারবার বিপর্যস্ত হয়েছে দেশ।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মৃতিতে-৭১ সাংস্কৃতিক সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 'ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের কী কী করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রমোদ মানকিন এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, স্মৃতিতে-৭১-এর উপদেষ্টা মঞ্জুশ্রী চৌধুরী প্রমুখ। সংগঠনের সভাপতি এহসানুল হক লতিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন হজরত আলী।
প্রতিমন্ত্রী বলেন, অনেকে তো এখানে ফাইনাল খেলায় জিততে চায়, কিন্তু একাত্তরের পরাজিত শক্তি কোনোদিন তা পারবে না। তিনি আরো বলেন, 'এ সরকার ক্ষমতায় এলে বিদ্যুৎ জ্বলে, অন্য সরকার এলে কেবল খাম্বা থাকে। আমরা যাঁরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তাঁরাই সমৃদ্ধি ও উন্নয়নের মধ্য দিয়ে স্বাধীনতার মান রাখব।'

No comments

Powered by Blogger.