ওসামার স্ত্রী ও দুই মেয়েকে পাকিস্তানে জিজ্ঞাসাবাদ

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রী ও সন্তানদের প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তানের একটি তদন্ত কমিশন। কমিশনের এক বিবৃতিতে গত বুধবার এ কথা জানানো হয়েছে।
নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিন লাদেন কীভাবে বছরের পর বছর পাকিস্তানে লুকিয়ে ছিল, তা তদন্ত করে দেখছে ওই কমিশন। কমিশনের বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার বিন লাদেনের তিনজন স্ত্রী এবং দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানান কমিশনের কর্মকর্তারা।
গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাসায় অভিযান চালিয়ে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী।

No comments

Powered by Blogger.