ধর্ষণের ঘটনা সাংবাদিকরা জেনে ফেলায় সালিস বন্ধ

ট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লাকরলডাঙ্গা ইউনিয়নের উত্তর ভরশী গ্রামের পশ্চিম পাড়ায় ধর্ষণের ঘটনায় ডাকা সালিস বৈঠক গতকাল শুক্রবার হয়নি। স্থানীয় সাংবাদিকরা ঘটনা জেনে যাওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালিস না করে আক্রান্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেন। গত মঙ্গলবার ভরশী গ্রামের বাবুল দাশ (৪৮) ও বৈদ্যপাড়া গ্রামের উজ্জ্বল বড়ুয়া (৪৫) পশ্চিমপাড়ার দরিদ্র ঘরের এক মেয়েকে (২৪) ধর্ষণ করে।

স্থানীয় লোকজন জানায়, ওই নারীর বাবা মারা গেছেন। মা অন্যের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। দরিদ্র ঘরের মেয়ে হওয়ায় তাঁর বিয়ে হচ্ছে না। মঙ্গলবার দুপুরে মেয়েকে একা পেয়ে বাবুল ও উজ্জ্বল মিলে ধর্ষণ করে। মেয়ের মা বাড়ি এসে ঘটনা জানতে পেরে মহিলা ইউপি সদস্য তানসী সেনকে জানান। তানসী সেন ঘটনাটি সদস্য শাহেদুল ইসলাম ও ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মান্নানকে জানান। তাঁরা এ বিষয়ে শুক্রবার সালিসের সিদ্ধান্ত নেন। ইউপি সদস্য তানসী সেন ও শাহেদুল ইসলাম জানান, 'আজ (শুক্রবার) বিচার হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান বিচার করতে চাইছেন না।'
এ বিষয়ে চেয়ারম্যান হামিদুল হক মান্নান জানান, মামলা করার মতো আর্থিক সংগতি না থাকায় নির্যাতিত মেয়েটির পরিবারকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত দিই। সাংবাদিকরা জানায় এর মীমাংসা আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। মা ও মেয়েকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। ইতিমধ্যে তাঁরা থানায় রওনা হয়েছেন।'
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল হক সবুজ জানান, 'এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।'

No comments

Powered by Blogger.