জাবির ভর্তি পরীক্ষা শুরু আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার প্রথম দিন আজ শনিবার ক ইউনিট গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে সাতটি বিভাগে মোট আসন রয়েছে ৪৫৩টি। এই আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ হাজার ২০ জন।

এ ছাড়া আগামী ৯ অক্টোবর 'ঘ', ১০ অক্টোবর 'ঙ' , ১১ অক্টোবর 'খ' ও 'ছ', ১২ অক্টোবর 'চ' ও 'জ' এবং ১৩ অক্টোবর 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ৮টি বিভাগের অধীনে ৫৪২টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ হাজার ৪৫ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.juniv.edu/admission.php) পাওয়া যাবে। এদিকে ভর্তি পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে পুলিশ, আনসার, সিকিউরিটি গার্ড এবং ভর্তি পরীক্ষার্থীদের বিভিন্ন প্রকার সাহায্যের জন্য থাকবে বিএনসিসি এবং রোভার স্কাউট।

No comments

Powered by Blogger.