হরতালে সিলেটে আগুন, ককটেল বিস্ফোরণ

বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। হরতালের শুরুতেই নগরীর কুমারপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে ছাত্রদল। দুপুরে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৮টায় নগরীর কুমারপাড়ায় কাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট জেলা ছাত্রদল কর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলকারীরা রাস্তায় পেট্রল জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এছাড়া একই স্থানে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। পরে তারা সকাল সাড়ে ৮টার দিকে নগরীর শাহী ঈদগা এলাকায় দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে ছাত্রদল নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পালিয়ে যায়। হরতাল চলাকালে দুপুরে সিলেট নগরীতে বিক্ষোভ করেছে বিএনপি। নগরীর লামাবাজার এলাকায় বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার সমগ্র দেশের মানুষকে জিম্মি করে রেখেছে যা বাংলাদেশের অতীত ইতিহাসকে হার মানিয়েছে। যারা আজ সমগ্র দেশকে কারাগারে পরিণত করে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা ধরে রাখতে চায় তাদের পরিণতি ভয়াবহ হবে। সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সমাবেশে আর বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, আবদুুল মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিফতাহ সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সদস্য আবদুল জব্বার তুতু, মহানগর বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য মুকুল মুর্শেদ, বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব রুহুল কুদ্দুছ চৌধুরী হামজা, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, প্রফেসার মঈন উদ্দিন, ছাত্রদল নেতা লোকমান আহমদ, ফাত্তাহ চৌধুরী, লিটন আহমদ, সুহেল আহমদ, আবু সাঈদ তায়েফ, মঞ্জুর হোসেন মজনু, সামাদ আহমদ, রুমান আহমদ রাজু, চৌধুরী মোহাম্মদ তানিম, জাবেদুর রহমান জাবেদ, আজাদ আহমদ, মনোয়ার হোসেন পাপ্পু প্রমুখ।
দক্ষিণ সুরমায় বিক্ষোভ: হরতাল চলাকালে নগরীর দক্ষিণ সুরমার কদতলী পয়েন্টে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা শাহ মাহমদ আলী, আজির উদ্দিন, আবদুর রহিম, সাহেদ খান স্বপন, শামসুল ইসলাম, আবদুল আহাদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান শামীম, যুবদল নেতা ময়নুল ইসলাম মঞ্জু, আশরাফুল হক বাহার, মোস্তাক আহমদ, মামুন আহমদ, দেলওয়ার আহমদ, আবদুুল মুক্তাদির খান, আবদুল হাদী।
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ:
অবরোধের সমর্থনে সিলেটে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। মিছিলটি দক্ষিণ সুরমা লাউয়াই পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি সড়ক প্রদক্ষিণ করে পুরানো রেল স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়। দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা মল্লিক আহমদের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না বলেন, যত বাধা আসুক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জাতীয়তাবাদী সূর্য সৈনিকরা রাজপথে অবস্থান করবে ইনশাআল্লাহ। এ সময় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জয়নাল আহমদ, দীপক রায়, জুবের খান বাবলা, জয়নাল আবেদীন, রায়হাদ বকস রাক্কু, তছির আলী, লিটন কুমার দাশ নান্টু, আমিনুল ইসলাম সাজু, সফিক আহমদ, আফজল হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, আবদুল কাইয়ুম, কামাল হোসেন, হামিদ হোসেন, মফিজুর রহমান জুবেদ, বদর আহমদ সোহাগ, কামরান নোমান, দেলোয়ার হোসেন চৌধুরী, লাহিন আহমদ, মিঠু ইসলাম, আলাল আহমদ, সাইফুল আলম প্রমুখ। সভায় বক্তারা দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক টিপুসহ কারাগারে আটক সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

No comments

Powered by Blogger.