হাইকোর্ট থেকে তিনটি হাতবোমা উদ্ধার, আতঙ্ক

হাইকোর্টের দুটি আলাদা বিচারকক্ষ থেকে তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এতে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে প্রথমে হাইকোর্টের এনেক্স ভবনের নয় নম্বর বিচার কক্ষে বইয়ের ভেতরে কেটে বসানো টেপ মোড়া একটি কৌটা পাওয়া যায়। দুপুরের বিরতির পর বেলা ২টার দিকে আদালত কক্ষে ফিরে একজন বেঞ্চ অফিসার আইনজীবীদের আসনের ওপর মোটা বইটি দেখেন। আইনের ওই বইয়ের মলাট ওল্টালে দেখা যায় ভেতরে গোল করে কেটে তার মধ্যে টেপ জড়ানো একটি কৌটা রাখা। এ খবরের সঙ্গে সঙ্গে আদালত ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে ছুটে যান। এর আগে আদালতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা হাতে হাত বেঁধে ওই কক্ষের বাইরে অবস্থান নেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে বই থেকে কৌটাটি বের করে বালতির পানিতে চুবিয়ে বাইরে নিয়ে যান। ওদিকে, বিকালে হাইকোর্টের ১৭ নম্বর বিচার কক্ষের ভেতরে বইয়ের মধ্যে পাওয়া গেছে আরও দুটি বোমা। দুপুরের পর বিচারপতি নিজামুল হক ও বিচারপতি নূরুল হুদা জায়গীরদারের এজলাস কক্ষে একটি মামলার শুনানি শেষে ওই বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান এক আইনজীবী। প্রায় দুই হাজার পৃষ্ঠার বড় একটি বইয়ের ভেতর কৌশলে দুটি ছিদ্র করে বোমা রাখা ছিল বলে জানিয়েছেন আদালত পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক ইসরাফিল হোসেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহকারী কমিশনার (এসি) রহমতউল্লাহ চৌধুরী বলেন, উদ্ধারকৃত বোমাগুলো ককটেলের চাইতে শক্তিশালী ছিল। তবে এগুলোর সঙ্গে টাইম সেট করা ছিল না। ফলে এগুলো টাইম বোমা বলা যাবে না। পুলিশের ধারণা, একই দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করার জন্য দুই বিচার কক্ষে বোমাগুলো রেখেছিল। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কৌটার ভেতরে সাদা বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এসব বিস্ফোরক পদার্থ কী ধরনের তা পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খোয়া যাওয়া পিস্তল উদ্ধার: গতকাল বিকালে সুপ্রিম কোর্টের এনেক্স বিল্ডিংয়ের তৃতীয় তলার বাথরুম থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল হক ভূঁইয়া জানান, গত ৩রা জানুয়ারি শেখ সেকান্দার আলী নামে এক ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রটি হারিয়ে ছিল। রোববার বিকালে সুপ্রিম কোর্টের এনেক্স বিল্ডিংয়ের তৃতীয় তলার বাথরুম থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

No comments

Powered by Blogger.