শামসুজ্জামান দুদু গ্রেপ্তার, ২০১৯ সালের আগে কোন আলোচনা নয় -তোফায়েল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি। একইসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম কলেজের পাঁচ ছাত্রদল নেতা  সুজন চন্দ্র দাস, রোমান আহম্মেদ, এএম নাজমুল হাসান নিহাত, জসীম উদ্দিন এবং ইরফান আহমেদ ফাহিমকে পুলিশ গ্রেপ্তারের পর নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অবিলম্বে শামসুজ্জামান দুদুর মুক্তি ও পাঁচ ছাত্রদল নেতার সন্ধান দাবি করেছেন তিনি।
২০১৯ সালের আগে কোন আলোচনা নয়
বর্তমান রাজনৈতিক সঙ্কট নিয়ে কোন ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন হবে ২০১৯ সালে। এর আগে কোন আলোচনা নয়। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যখন কলকাতা ছিলাম তখন নকশালদের বোমার আওয়াজে ঘুমাতে পারতাম না। অথচ এখন তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশেও বিএনপি-জামায়াতের একই অবস্থা হবে।

No comments

Powered by Blogger.