গভীর সঙ্কটে ইয়েমেন: পদত্যাগ করলেন প্রেসিডেন্টও

ইয়েমেনের প্রধানমন্ত্রী খালিদ বাহা ও মন্ত্রিসভার পর এবার দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি পদত্যাগ করলেন। হাউদি শিয়া সম্প্রদায়ের যোদ্ধারা রাজধানী সানায় দখল প্রতিষ্ঠার প্রতিবাদে পদত্যাগ করেছেন তিনি। ফলে, রাজনৈতিকভাবে দেশটিতে মারাত্মক এক শূন্যতা সৃষ্টি হয়েছে। এক বিবৃতিতে মনসুর হাদি বলেছেন, শান্তি চুক্তির প্রতি হাউদি যোদ্ধারা শ্রদ্ধা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তিনি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এদিকে হাউদি বিদ্রোহীরা প্রেসিডেন্টের পদত্যাগের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। রাজনৈতিক দলগুলো একটি ‘অচলাবস্থা’য় পৌঁছেছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন হাদি। তবে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদত্যাগের সিদ্ধান্তে অসম্মতি জানিয়েছে পার্লামেন্ট। এদিকে ইয়েমেনের গোয়েন্দা প্রধান আলি হাসান আল-আহমেদিও তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। হাউদি নেতা আবু আল-মালেক ইউসেফ আল-ফিশি প্রস্তাব করেছেন হাউদি নেতৃত্বাধীন সংগঠনগুলো নিয়ে একটি প্রেসিডেন্ট কাউন্সিল গঠনের। এদিকে বন্দরনগরী আদেনে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেখানে প্রেসিডেন্টের সমর্থকরা বিক্ষোভ করছেন বলে জানা গেছে। আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন সরকারকে সহযোগিতা করছিল যুক্তরাষ্ট্র। জঙ্গি সংগঠন আল-কায়েদা বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সহযোগী থেকে বঞ্চিত হলো ওয়াশিংটন, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্ট হাদির পদত্যাগের সিদ্ধান্তের নানা দিক খতিয়ে দেখা হচ্ছে।

No comments

Powered by Blogger.