বিজিবি’র পাহারার মধ্যেই গাড়িবহরে বোমা হামলা

বিজিবি’র পাহারায় রাজশাহী নগরীতে পণ্যবাহী গাড়িবহরে বোমা হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। এ সময় অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমা ও ঢিলের আঘাতে ৩ জন আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি যানবাহন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাদিরগঞ্জে বর্ণালীর মোড় থেকে দড়িখরবনার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা এবং নগরীর বিনোদপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাসিম ও কাজিম নামের দুই ভাইকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বর্ণালীর মোড় হয়ে অর্ধশতাধিক গাড়ির একটি বহর নগরী অতিক্রম করছিল। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে অবরোধকারীরা গাড়িবহরে হামলা চালায়। তারা পেট্রলবোমাসহ অন্তত ১৮টি বোমার বিস্ফোরণ ঘটনায়। এর মধ্যে অন্তত ১০-১২টি বোমা ছোড়া হয় গাড়ি বহরের বিভিন্ন ট্রাকে। পেট্রলবোমায় একটি ট্রাকের সামনে আগুন ধরে গেলেও চলন্ত অবস্থাতেই তা নিভে যায়। এছাড়া ৭টি অটোরিকশাসহ অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে অবরোধকারীরা একটি বোমা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বিস্ফোরণে আহত হন মাছিম ও কাজিমসহ তিনজন। একই সময়ে নগরীর বিনোদপুর এলাকায় গাড়িবহর লক্ষ্য করে অবরোধকারীরা একটি পেট্রলবোমাসহ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান। এতে একটি ট্রাকে আগুন ধরলেও পুলিশ ও গাড়ির লোকজন তা নিভিয়ে ফেলেন। নগর পুলিশের মুখপাত্র ও মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গাড়ি বহরে হামলা করেই নাশকতাকারীরা পালিয়ে যায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে র‌্যাব-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি। নগরজুড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ট্রাকগুলো বিজিবি পাহাড়ায় চাঁপাই নবাবগঞ্জ থেকে মালামাল নিয়ে আসছিল।

No comments

Powered by Blogger.