অফিসারদের বেতন বাড়িয়ে ক্ষমতায় থাকতে চান হাসিনা: সেলিম

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম অভিযোগ করেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করছেন। শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা চাই’  দাবিতে সিপিবির এক সমাবেশে এ কথা বলেন তিনি। একই দাবিতে পুরানা পল্টন থেকে মিছিল করে তারা। প্রধান অতিথির বক্তব্যে সেলিম বলেন, “শেখ হাসিনা সরকারি বড় অফিসারদের বেতন বাড়িয়ে দিয়েছেন, যাদের পরিমাণ দেশের জনগণের মাত্র ৪ শতাংশ। বড় অফিসারদের মাথায় তেল দিয়ে ক্ষমতা পোক্ত করতে গিয়ে সরকার বাকি ৯৬ শতাংশ লোকের কথা ভাবছেন না।” ঢাকাকে বাসযোগ্য করতে সরকার সমস্যার সমাধান না করে প্রতিনিয়তই সমস্যার সৃষ্টি করছেন বলে দাবি করেন সিপিবির সভাপতি বলেন, ঢাকা শহরে শুধু রাজনৈতিক সমস্যাই নয়, বাসাভাড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা সমস্যায় জর্জরিত মানুষ। সাধারণ মানুষের বেতন বাড়বে না, অথচ সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে।” সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সেলিম বলেন, “জনগণের স্বার্থে আঘাত হানলে দেশের মানুষকে সাথে নিয়ে প্রয়োজনে সারা দেশ অচল করে দেয়া হবে।” ‘বিএনপি-আওয়ামী লীগের লড়াই দেশের জন্য নয়, ক্ষমতার জন্য। দেশের মানুষকে শোষণ করতেই তারা আজ কামড়া-কামড়ি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে’ বলেও মন্তব্য করেন সিলিম। দেশের বর্তমান পরিস্থিতির দায় খালেদা জিয়া এড়াতে পারেন না মন্তব্য করে সিপিবির এ নেতা বলেন, “সাংবিধানিকভাবে আপনার আন্দোলন করার অধিকার থাকলেও মানুষ মারার কোনো অধিকার নেই।” সমাবেশে আরো বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব, ঢাকা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ হোসেন আশু প্রমুখ।

No comments

Powered by Blogger.