ম্যান্ডেলার যত নাম

নেলসন রোলিলালা ম্যান্ডেলা বিশ্ববাসীর কাছে সংক্ষেপে নেলসন ম্যান্ডেলা নামেই পরিচিত। তবে শ্রদ্ধায় ও ভালোবাসার তাঁকে আরো কয়েকটি নামে ডাকে দক্ষিণ আফ্রিকার মানুষ। তাঁর নামের একেকটি অংশের পেছনে আছে একেকটি গল্প।
রোলিলালা : জন্মের পর ম্যান্ডেলার বাবা তাঁর এ নাম রাখেন। ইসিখোসা ভাষায় যার অর্থ 'গাছের ডাল টেনে নিয়ে যাওয়া'। স্থানীয়রা 'গোলোযোগকারী' হিসেবেও শব্দটি ব্যবহার করে।
নেলসন : স্কুলে ভর্তি হওয়ার দিনই ম্যান্ডেলার শিক্ষক মিস মাদিঙ্গানে তাঁর এ নাম দেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে আফ্রিকান শিশুদের নামের সঙ্গে ইংরেজি নাম জুড়ে দেওয়া রীতিতে পরিণত হয়।
মাদিবা : ম্যান্ডেলার গোত্রীয় নাম। স্থানীয়দের কাছে তিনি এ নামেই বেশি পরিচিত। ১৮ শতকে থেম্বু গোত্রের প্রধান মাদিবার নাম অনুসারে তাঁর এ নাম রাখা হয়।
তাতা : ইসিখোসা ভাষায় এর অর্থ 'পিতা'। জাতির পিতা বিবেচনায় দক্ষিণ আফ্রিকার জনগণ তাঁকে এ নামে ডাকে।
খুলু : দক্ষিণ আফ্রিকার প্রধান নৃতাতি্বক গোষ্ঠী জুলুর ভাষায় এ শব্দের অর্থ মহান, বিশাল, মহৎ। মহান ব্যক্তিত্বের অধিকারী বোঝাতে তাঁকে এ নামে ডাকা হয়। ইসিহোসা ভাষায় আবার এ শব্দের অর্থ 'দাদা'।
দালিভুঙ্গা : ১৬ বছর বয়সে ম্যান্ডেলাকে হোসা রীতি অনুযায়ী 'প্রাপ্তবয়স্ক ব্যক্তি' হিসেবে বরণ করে নেওয়ার সময় এ নাম দেওয়া হয়। এর অর্থ 'প্রতিষ্ঠাতা' বা 'আলোচক'।

No comments

Powered by Blogger.