অসন্তোষ আব্বাসের বিরুদ্ধেও

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজার পাশাপাশি লড়ছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। ফিলিস্তিনিদের পাথরের জবাবে ইসরায়েলিরা কাঁদানে গ্যাস ছোড়ে। তবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ক্ষোভ শুধু ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেই নয়, অসন্তোষ রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষের ওপরও। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ গাজা প্রসঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে।
বরং ইসরায়েলকে সহায়তা করছে তারা।
হাজেম আবু হেলাল নামের এক বিক্ষোভকারী জানান, ইসরায়েলি সেনারা কয়েকজন নারী বিক্ষোভকারীকে আটক করার পর বিক্ষোভে যোগ দেন তিনি। তাঁকে ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী আটক করে রামাল্লা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে জানানো হয়, কর্তৃপক্ষের জন্য সমস্যা তৈরি করছেন তিনি।
ফিলিস্তিনি সেনারা পশ্চিম তীরে ইসরায়েলবিরোধী আন্দোলনকারীদের দমনে শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে স্থানীয় মানবাধিকারবিষয়ক সংগঠন 'আল-হক'। সংগঠনের পরিচালক শাওয়ান জাবারিন বলেন, 'ফিলিস্তিনি সেনারা বিক্ষোভকারীদের থামিয়ে দিচ্ছে, আটক করছে এবং মাঝেমধ্যে মারধরও করছে। বিক্ষোভকারীদের ইসরায়েলি তল্লাসি ফাঁড়ির দিকে যেতে বাধা দেওয়া হচ্ছে। তার মানে ফিলিস্তিনি কর্তৃপক্ষও ইসরায়েলের স্বার্থই দেখছে।' সূত্র : গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.