প্রধান অতিথির মাথায় কুড়াল দিয়ে আঘাত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজশাহীর পবায় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার ওই সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলমসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শফিকুল আলম। প্রধান বক্তা হওয়ায় তাঁর বক্তব্যের পালা পড়ে সন্ধ্যার পর। বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ চলে। এতে শফিকুলসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলামকে বাদ দিয়ে জাহিদুল ইসলামকে এবং পবা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইনছানের পরিবর্তে শাহেদকে নতুন কমিটিতে আনা হয়েছে।
এ নিয়ে স্থানীয় ছাত্রদল বিভক্ত হয়ে পড়ে। পবা থানার ওসি রমজান আলী বলেন, খবর পাওয়ার পরই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ করলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.