দোহা জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণ চাইতে সাত সংগঠনের দাবি

২৬ নভেম্বর থেকে কাতারের দোহায় শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের পরিবর্তে ক্ষতিপূরণ দিতে হবে। এ দুটি দাবি বাংলাদেশকে শক্তিশালীভাবে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক গণশোভাযাত্রা ও সমাবেশে এ কথা বলেছে সাতটি নাগরিক সংগঠন।
শোভাযাত্রা শেষে এ সমাবেশ থেকে নাগরিক নেতারা চারটি সুনির্দিষ্ট দাবি তোলেন। সমাবেশ ও শোভাযাত্রায় নানা ধরনের দাবিসংবলিত প্ল্যাকার্ড তুলে ধরা হয়। সমাবেশ পরিচালনা করেন ইক্যুইটি বিডির রেজাউল করিম চৌধুরী। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, বিশ্বব্যাংক এক প্রকার জোর করেই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সহনশীলতা তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব এখন বিশ্বব্যাংকেরই। তিনি নাগরিক সমাজের উত্থাপিত বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু-সংক্রান্ত আলোচনায় তুলে ধরার জন্য সরকারি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম, এনসিসিবির মিজানুর রহমান, সুরক্ষা ফাউন্ডেশনের জয়ন্ত আচার্য প্রমুখ।

No comments

Powered by Blogger.