স্বাস্থ্য সংবাদ-হেপাটাইটিস বি এবং সি নিয়ে সম্মেলন

বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সির (ভাইরাল হেপাটাইটিস) প্রকোপ বিস্তর। দেশের মোট জনসংখ্যার ৪ থেকে ৭ শতাংশ হেপাটাইটিস বি এবং ১ থেকে ৩ শতাংশ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এই দুই ভাইরাস ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যানসার ও লিভার ফেইলরের প্রধান কারণ।


এ দুটি ভাইরাস অনেক সময় উপসর্গহীনভাবে থাকে এবং নানাভাবে একজন থেকে অন্যজনে সবার অজান্তে বিস্তার লাভ করে। অবশেষে একদিন জটিল আকার ধারণ করার পর নির্ণীত হয়, যখন আর করার তেমন কিছু থাকে না। তাই এই দুই ভাইরাসকে বিশ্বব্যাপী ‘নীরব ঘাতক’ হিসেবে গণ্য করা হয়। আশার কথা হলো, ব্যাপক গণসচেতনতার মাধ্যমে এই দুই ভাইরাস বহুলাংশে প্রতিহত করা সম্ভব। যেকোনো ব্যক্তির শরীরে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের উপস্থিতি নির্ণয়ের পর তিনি শুধু শারীরিকই নন, অর্থনৈতিক, সামাজিক ও মানসিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং অনেক সময় নিরাশ হয়ে অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর চিকিৎসার শরণাপন্ন হয়ে আরও জটিলতার সৃষ্টি করেন। এসব কারণেই হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত ব্যক্তি এবং তাদের পরিবার ও বন্ধুদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ ২ জুন জাতীয় জাদুঘর মিলনায়তনে এক সম্মেলনের আয়োজন করে। এ ধরনের আয়োজন বাংলাদেশে এটাই প্রথম। এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৭০০ হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত রোগী ও তাদের পরিবার অংশ নেন। স্বাগত বক্তব্য দেন লিভার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এম আনিসুর রহমান এবং মূল বক্তব্য পেশ করেন লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী।
স্বাস্থ্যকুশল ডেস্ক

No comments

Powered by Blogger.