একনজরে-অলিম্পিকের ২৮তম আসর

আসন্ন জুলাই মাসে লন্ডনে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের ২৮তম আসর। এ নিয়ে লন্ডনে তৃতীয়বারের মতো অলিম্পিকের আসর বসতে যাচ্ছে। এর আগে ১৯০৮ ও ১৯৪৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। একাধিকবার অলিম্পিক আয়োজন করা শহরের তালিকায় আরও রয়েছে গ্রিসের রাজধানী এথেন্স ও


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় এথেন্সে। এরপর ১৯০৬ ও ২০০৪ সালে গ্রিসের রাজধানীতে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৯৩২ ও ১৯৮৪ সালে। যুক্তরাষ্ট্রের আরও দুটি শহরে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯০৪ সালে সেন্ট লুইস ও ১৯৯৬ সালে আটলান্টায় বসে বিশ্বের বৃহত্তম এই ক্রীড়াযজ্ঞ। যুক্তরাষ্ট্র, গ্রিস ও ইংল্যান্ডের পাশাপাশি জার্মানি ও অস্ট্রেলিয়া দুবার করে অলিম্পিক আয়োজন করেছে। জার্মানির বার্লিন ও মিউনিখে অলিম্পিক অনুষ্ঠিত হয় যথাক্রমে ১৯৩৬ ও ১৯৭২ সালে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৯৫৬ সালে প্রথমবারের মতো অলিম্পিকের আয়োজন করা হয়। সেই দেশে দ্বিতীয় অলিম্পিক আয়োজনটি ছিল ২০০০ সালে, সিডনিতে।

No comments

Powered by Blogger.