স প্তা হে র বা ছা ই চা ক রি

বাণিজ্যিক প্রতিষ্ঠান ইন্ট্রামেক্স গ্রুপ ফ্যাক্টরি ম্যানেজার (নিট): স্নাতক। কমপ্লায়েন্স ম্যানেজার: স্নাতক/ স্নাতকোত্তর। ব্যবস্থাপক (প্রশাসন): স্নাতক/স্নাতকোত্তর। প্রোডাকশন ম্যানেজার: এইচএসসি/স্নাতক। ম্যানেজার (পার্সোনেল): রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ। শেষ তারিখ: ২৫ জুন।


ঠিকানা: উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল), ইন্ট্রামেক্স গ্রুপ, লক্ষ্মীপুরা, চান্দনা, জয়দেবপুর, গাজীপুর।
সূত্র: ১২ জুন, প্রথম আলো। পৃ. ৮
কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)
ম্যানেজার (সিকিউরিটি): ব্যাচেলর ডিগ্রি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডরমিটরি): হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল): ব্যাচেলর ডিগ্রি। সাইট ইঞ্জিনিয়ার: সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ২৫ জুন। ঠিকানা: ডিজিএম, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড), ৩৬ লেক ড্রাইভ রোড, সেক্টর-৭, উত্তরা, ঢাকা।
সূত্র: ১২ জুন, প্রথম আলো। পৃ. ৪
এরামিট গ্রুপ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): মেকানিক্যাল/ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ পাওয়ার): মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/পাওয়ারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। টেকনিশিয়ান (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়েল্ডিং): ভোকেশনালে এসএসসি। শেষ তারিখ: ২৪ জুন। ঠিকানা: ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআর), ৫৩ কালুরঘাট, পো: মোহারা, চট্টগ্রাম। সূত্র: ১৪ জুন, প্রথম আলো। পৃ. ১৮
হাসপাতাল/ক্লিনিক/ ফার্মাসিউটিক্যালস
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগ লিমিটেড
কনসালট্যান্ট প্যাথলজি: এফসিপিএস/এমডি/এমফিল। কনসালট্যান্ট মাইক্রোবায়োলজি: এফসিপিএস/এমডি/এমফিল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিসাব): হিসাববিজ্ঞানে সিএসসিসহ এমকম। শেষ তারিখ: ২১ জুন। ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগ লিমিটেড, বাড়ি-৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা। সূত্র: ১১ জুন, প্রথম আলো। পৃ. ১৭
এনজিও, দাতা ও আন্তর্জাতিক সংস্থা
রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)
প্রকল্প সমন্বয়কারী: স্নাতকোত্তর। প্রধান নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক সচিব: স্নাতকোত্তর। এরিয়া ম্যানেজার: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা স্নাতক। ব্রাঞ্চ ম্যানেজার: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা স্নাতক। শেষ তারিখ: ৭ জুলাই। ঠিকানা: বিভাগ প্রধান, এইচআর বিভাগ, প্রোগ্রাম অফিস, বাড়ি-১৪, রোড-১২, শেখেরটেক, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। সূত্র: ১৫ জুন, প্রথম আলো। পৃ. ১৪
ব্র্যাক
সিনিয়র মেডিকেল অফিসার: এমবিবিএস। সিনিয়র সেক্টর স্পেশালিস্ট (এম অ্যান্ড ই): এমবিবিএস/এমবিএ/সোশ্যাল সায়েন্সে মাস্টার্স। সিনিয়র অফিসার (এমআইএস): স্ট্যাটিকসে মাস্টার্স। শেষ তারিখ: ২৫ জুন। ঠিকানা: ব্র্যাক-এইচআরডি, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (ষষ্ঠ তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।
সূত্র: ১২ জুন, প্রথম আলো। পৃ. ১৮
শক্তি ফাউন্ডেশন
শাখা ব্যবস্থাপক: স্নাতকোত্তর। এরিয়া সুপারভাইজার: স্নাতকোত্তর। শেষ তারিখ: ২৪ জুন। ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, এইচআরডি, শক্তি ফাউন্ডেশন, বাড়ি-৪, রোড-২৭, ব্লক-জে, বনানী, ঢাকা-১২১৩। সূত্র: ১৫ জুন, প্রথম আলো। পৃ. ৪
পিদিম ফাউন্ডেশন
টিম লিডার: সিএ (সিসি)/এমকম। শাখা ব্যবস্থাপক: স্নাতক/ স্নাতকোত্তর। হিসাবরক্ষক: বিকম/ এমকম। কর্মসূচি সংগঠক: এইচএসসি/স্নাতক। শেষ তারিখ: ২৫ জুন। ঠিকানা: নির্বাহী পরিচালক, পিদিম ফাউন্ডেশন, ২৯/১ (নতুন), সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
সূত্র: ৪ জুন, প্রথম আলো। পৃ. ১৪

No comments

Powered by Blogger.