প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসব-বিজয়ী বীর by মারুফ ইসলাম

বিতর্কের এই উৎসবকে যদি বলি ‘মহা-উৎসব’, তবে কি খুব বাড়াবাড়ি হবে? ঢাকা ও নারায়ণগঞ্জের ৪০টি স্কুল-কলেজের ৬২টি দল তিন দিন ধরে বিতর্ককে কেন্দ্র করে যে আয়োজনে মেতে থাকল, সেই আয়োজনকে তো মহা-উৎসব বলাই যায়!


চলতি মাসের ১৪, ১৫ ও ১৬ তারিখ। রেমিয়েন্স ডিবেটিং সোসাইটির আয়োজনে এই তিন দিন চলল ‘প্রথম আলো-আরডিএস তৃতীয় জাতীয় বিতর্ক উৎসব’ নামের এই মহা-উৎসব। এবারের উৎসবে ছিল বিতর্ক কর্মশালা, স্কুল বিতর্ক, কলেজ বিতর্ক, বারোয়ারি বিতর্ক, প্রদর্শনী বিতর্ক ও প্ল্যানচ্যাট বিতর্ক। কলেজ পর্যায়ের বিতর্কে এবার বিজয়ী হয়েছে সরকারি বিজ্ঞান কলেজ। আর রানারআপ হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। কথা হলো বিজয়ী দলের আবু কাউছার, সাফিউল রহমান ও মাহমুদুল হাসানের সঙ্গে। ‘বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। আমরাও তাই ভীষণ রকম আনন্দিত। এ আনন্দ ঠিক বলে বোঝানোর মতো নয়।’ বিজয়ের পর বিতর্কের তিন যোদ্ধা অনেকটা এভাবেই ব্যক্ত করল নিজেদের অনুভূতি। তিনজনেরই বিতর্কের শুরু ইশকুল থেকে। তাই এর মধ্যেই বিজয়ের স্বাদ পাওয়া হয়েছে অনেকবার। মাহমুদ জানাল, এ বছরের ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়েছে, হয়েছে শ্রেষ্ঠ বিতার্কিক। এ ছাড়া গেল বছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এবং এআইইউবি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় হয়েছে চ্যাম্পিয়ন ও শ্রেষ্ঠ বক্তা।
কাউছারের ঝুলিতেও আছে অনুরূপ সাফল্য। তার ভাষায়, ‘আমি আন্তস্কুল ও আন্তকলেজে চ্যাম্পিয়ন হয়েছি। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছি।’
সাফিউল বলল, সে-ও জাহাঙ্গীরনগর বিশ্ব্ববিদ্যালয় আয়োজিত বিতর্কে চ্যাম্পিয়ন দলে ছিল। এ ছাড়া আন্তকলেজ বিতর্কে একবার রানারআপ হয়েছিল।
এ পর্যন্ত শুনে স্বভাবতই মনে প্রশ্ন জাগে, ভবিষ্যতের স্বপ্ন কি তাদের বিতর্ককে ঘিরেই? কাউছার বলল, ‘না, আমি স্বপ্ন দেখি একজন উদ্যেক্তা হওয়ার।’ আর মাহমুদ জানাল, তার স্বপ্ন আপাতত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তবে সাফিউলের স্বপ্ন একটু ভিন্ন, ‘আমি সব সময়ই স্বপ্ন দেখি একজন ভালো মানুষ হওয়ার।’
ভবিষ্যতে যে যা-ই হোক না কেন, সবশেষে এই তিন বিতার্কিক কিন্তু একটা স্বপ্নের কাছে ঠিকই দায়বদ্ধ থাকবে বলে কথা দিল, ‘যত দিন বেঁচে থাকব, তত দিন বিতর্কের সঙ্গেই থাকব।’

No comments

Powered by Blogger.