এখনো এমন বালিকা জীবন by ফয়েজ রেজা

অন্ধকারে দিন কাটে তার
পর্দা ঢাকা ঘরে
ভরদুপুরে আলোর বদল
ভয় ঢোকে অন্তরে।


মুখ খুলে তা বলে যদি
তার কপালে ঝাঁটা
হাঁটে না সে রাস্তাঘাটে
পথকে ভাবে কাঁটা।
বিড়াল দেখে আঁতকে ওঠে
বালিশ চেপে কাঁদে
কখনো সে কপাট খুলে
যায় না বাড়ির ছাদে।
আতঙ্ক ভয় কাচের মতো
তাঁকে ভেঙেচুরে-
ছুড়ে মেরে শৈশবে তার
মনের কবর খোঁড়ে।
গোটা জীবন বিষণ্ন তার
স্বপ্নগুলো ছেঁড়া
ভাবতে বসে ভাবে সামনে
কাঁটাতারের বেড়া।

No comments

Powered by Blogger.